অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
সচিন তেণ্ডুলকার বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে আবার ভারতের হয়েছে খেলতে গিয়েছেন। ঘটনাটা অনেকটা তেমনই তরুণ ভারতীয় পেসার মহম্মদ সিরাজ প্রমান করলেন তার কাছে দেশ আগে। বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য তাকে অনুমতি দিয়েছিল বিসিসিআই।
কিন্তু সিরাজ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকতে চেয়েছেন, দলের হয়ে পারফর্ম করতে চেয়েছেন। এদিন বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হল। শুক্রবার প্রয়াত হন ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বাবা। হায়দরাবাদে ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহম্মদ ঘাউস।
আরও পড়ুনঃ বিরাটকে ছাড়া ভারত ভালোই ফল করে বলছেন গাভাসকার
এদিকে তাঁর পুত্র অর্থাৎ ভারতীয় পেস বোলার সিরাজ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সিডনির বায়ো-বাবল পরিবেশেই রয়েছেন তিনি। কিন্তু বাবার শেষকৃত্যে তিনি আদৌ আসবেন কি না সেটা নিয়ে সংশয় ছিল।
আরও পড়ুনঃ রঞ্জনের জেদেই শিল্ড জয়ের স্বপ্ন দেখছে জর্জ
বোর্ডের তরফে বিবৃতিতে লেখা হয়েছে, “ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজের বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন। সিরাজের সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কথা হয়েছে। তাঁকে ভারতে বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার অনুমতিও দিয়েছিল বিসিসিআই। কিন্তু সিরাজ দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় থাকতে চেয়েছেন। তাঁর এই দুঃখের সময়ে বোর্ড মর্মাহত। এই চরম চ্যালেঞ্জিং সময়ে বোর্ড তাঁর পাশে রয়েছে।”
এদিকে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও টুইট করে সাফল্য কামনা করেন সিরাজের। ভবিষতে কতদূর যাবেন সিরাজ সেটা সময় বলবে কিন্তু তিনি তার দেশের প্রতি দায়বদ্ধতার প্রমান দিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584