অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বাবার মৃত্যুর খবর শুনেও দেশে ফেরেননি। বাবার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন দেশের জার্সি গায়ে দিয়ে। সেই স্বপ্ন সত্যি হয় মেলবোর্নে। ভারতের হয়ে অভিষেক হওয়া মহম্মদ সিরাজ প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৫ উইকেট। সিডনির মাঠেও পেস বিভাগের দায়িত্ব তাঁর কাঁধেই। সেই সিরাজ সিডনিতে তৃতীয় টেস্টে মাঠে নামার আগে জাতীয় সঙ্গীত শুনে আবেগে ভাসলেন।
সিরাজের কান্নার এই দৃশ্যই ভাইরাল হয়ে গেল। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে জাতীয় সংগীত শুনে আবেগে ভাসলেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই সিরাজের প্রশংসা করে দেশবাসীর।
আরও পড়ুনঃ বৃষ্টি বিঘ্নিত সিডনিতে প্রথম দিন ভালো জায়গায় অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। খেলা শুরুর আগেই দল মাঠে এসে দাঁড়ায় জাতীয় সংগীতের জন্য। ভারতের জাতীয় সংগীতে সময় চোখের জল আটকাতে পারেননি সিরাজ। দু’হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। আর তার এই চোখের জল মোছার এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584