অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
সিডনিতে রয়েছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ। সেখানেই পেলেন জীবনের সবথেকে খারাপ খবর। বাবাকে হারিয়েছেন তিনি। শুক্রবার সিডনিতেই কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া। তাই তিনি আসতে পারবেন না ভারতে।
“লোকে আমাকে বলছে, তোমার ছেলে খুব ভাল খেলছে। টিভিতে পেপারে সব জায়গায় তোমার ছেলের নাম দেখে খুব ভাল লাগছে।“ হাসপাতালে শুয়েই ছেলের সাফল্যে এইভাবে নিজের আনন্দ ব্যক্ত করেছিলেন মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘউস। এবারের আইপিএলে ভারতীয় পেস বোলারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন মহম্মদ সিরাজ।
আরও পড়ুনঃ রঞ্জনের জেদেই শিল্ড জয়ের স্বপ্ন দেখছে জর্জ
বেঙ্গালুরুর হয়ে বেশ নজর কাড়েন, তার পেস ও সুইংয়ের দাপটে একাধিক ম্যাচ জেতে বিরাট কোহলির আরসিবি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। আইপিএলে দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের সিরিজেও ভারতীয় দলে জায়গা করে নেন সিরাজ। কিন্তু অস্ট্রেলিয়ার মত গুরুত্বপূর্ণ সফরে ছেলের খেলা দেখা হল না মহম্মদ ঘউসের। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর প্রয়াত হলেন মহম্মদ সিরাজের বাবা।
May Mohammed siraj have a lot of strength to overcome this loss..lots of good wishes for his success in this trip.. tremendous character @bcci
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2020
ফুসফুসে সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মহম্মদ সিরাজ আইপিএলে যেদিন কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন, চারিদিকে তার বোলিংয়ের প্রশংসা চলছিল, তার ঠিক একদিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সিরাজের বাবাকে। তারপর থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুনঃ এখন সময় বদলাচ্ছে, পিতৃত্বকালীন ছুটি থেকে অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন কপিল
হাসসপাতালের বিছানায় শুয়েই শুনেছিলেন ছেলের সাফল্যের কাহিনি। অস্ট্রেলিয়া সফরে সিরাজ ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়া সফরে ছেলে খেলা দেখার জন্যও মুখিয়ে ছিলেন মহম্মদ ঘউস, কিন্তু তাঁর স্বপ্ন পূরণ হল না।
টুইটারে তাঁকে সমবেদনা জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে অস্ট্রেলিয়া সফরে সিরাজের সাফল্য কামনা করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584