অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
শীত কাল দরজায় কড়া নাড়ছে। এই সময় ফুটবল, ক্রিকেট-সহ অন্য খেলায় গমগম করবে খেলার মাঠ। ময়দানের ঘাস নিয়ে কাজ করবেন মালিরা। কিন্তু করোনা মহামারী কেড়ে নিয়েছে সব কিছু কবে ময়দান শুরু হবে সেটা কেউ জানে না। আর শুরু হলেও ক’জন মালি শারীরিক দূরত্ব মেনে কাজ পাবেন সেটাও অজানা।
গত মার্চ মাসের লকডাউন থেকে অনেক কষ্টে ত্রাণকে সম্বল করেই দিন চলছে কলকাতা ময়দানের মালিদের। এমন কঠিন সময়েও ক্লাবের রক্ষণাবেক্ষণে তারা সর্বদা কর্মরত। আর এবার তাদের পাশে এসে দাঁড়াল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং খেল ফাউন্ডেশন।
বাংলার প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি প্রতিষ্ঠান খেল ফাউন্ডেশন। এবার শতবর্ষ প্রাচীন ক্লাব মহামেডান স্পোর্টিংকে পাশে পেয়ে ময়দানের মালিদের সম্মানার্থে এগিয়ে এলেন।
আরও পড়ুনঃ পরের বছরও আইপিএল খেলবেন জানালেন মাহি
রবিবার কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবের প্রায় ২৫ জন মালিদের শাল এবং অর্থ দিয়ে সম্মান জানানো হয়। পরে একটি চা চক্রের আয়োজন করা হয় মালিদের সম্মানার্থে।
মহামেডান মাঠে আয়োজিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব শেখ ওয়াসিম আক্রম, অর্থসচিব শারিক আহমেদ, টিম ম্যানেজার ও মাঠ সচিব বেলাল আহমেদ খান।
আরও পড়ুনঃ ভারতের সবথেকে জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গল, তিনে মোহনবাগান
সচিব ওয়াসিম আক্রম জানান, ‘ওরা ময়দান পরিচর্যা করে বলেই ক্লাবে খেলা হয়। মালিদের ছাড়া আমরা কেউ কিছুই না। লকডাউনে ওরা অনেক কষ্টে আছে ওদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’ মহামেডান ক্লাবের মাঠসচিব বেলাল খান জানান,’ আই লিগ কলকাতাতে হবে তখন ওরা আবার মাঠ পরিচর্যা করবে এটা একটা উৎসাহ প্রদান বলতে পারেন।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584