ইস্টবেঙ্গল কর্তাদের বিরোধিতা প্রাকটিস শুরু হচ্ছে না মহামেডানের, বিরোধ দুই প্রধানের

0
60

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আই লীগ খেলার জন্য মহামেডান কর্তারা তৎপর। তাই দল গঠন প্রায় সেরে ফেলে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে অনুশীলন করার প্রস্তুতি নিচ্ছিল ক্লাব, কিন্তু ইস্টবেঙ্গল কর্তাদের বাধায় সেটা সম্ভব হচ্ছে না। লাল হলুদের সহ সচিব ডঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত বিরোধিতার জেরে আপাতত মাঠে নামা হচ্ছে না মহামেডানের l

Santiranjan dasgupta | newsfront.co
ডঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত। ফাইল চিত্র

ফেডারেশন জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে। তাই লম্বা বিরতির পর দরকার অনুশীলন ফুটবলারদের। তাই তাঁদের যেন আগস্টের প্রথম সপ্তাহে মাঠে নামার অনুমতি দেওয়া হয়, এই কথা গতকাল মহাকরণে রাজ্য স্পোর্টস কাউন্সিলের বৈঠকে সাদা কালো কর্তাদের এই প্রস্তাবের বিরোধ করেন শান্তিরঞ্জন দাশগুপ্ত।

press conference | newsfront.co
মহামেডান ক্লাবের কর্মকর্তাগন। নিজস্ব চিত্র

তিনি জানান, রাজ্যে যেভাবে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তার মধ্যে আগস্ট মাসে অনুশীলন শুরু করতে চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তখন ক্রীড়ামন্ত্রী মহামেডান ক্লাবের আবেদন রাখেননি। কবে তাঁদের অনুশীলন করতে দেওয়া হবে সেটা জানা নেই।

আরও পড়ুনঃ লকডাউন তাতে কি মোহনবাগানকে কবে কে থামাতে পেরেছে!

গোটা ঘটনায় বিরক্ত মহামেডান সচিব ওয়াসিম আক্রম। তিনি বলেন, ‘বৈঠক ছিলো রাজ্য স্পোর্টস কাউন্সিলের কথা হচ্ছিল মহামেডান প্রসঙ্গে সেখানে শান্তিরঞ্জন বাবু এটা বলার কে, যে আমরা কবে থেকে মাঠে নামবো না নামবো। ওরা যে ক্লাবে বৈঠক করেন তখন করোনার ভয় থাকে না। আমরা তো উনাদের মতো নবান্নে ছুটি না আইএসএল খেলতে দেওয়ার জন্য বা সরকারকে বলিও নি আমাদের আই লীগ খেলতে দেওয়া হোক। শুধু বলেছি প্রস্তুতি করতে দেওয়া হোক কারণ হাতে দ্বিতীয় ডিভিশন আইলীগের মাত্র এক মাস সময়। ওরা নিজের ক্লাব নিয়ে ভাবলে বেশি ভালো হয়।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here