নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সত্যি মহামেডান ক্লাব দেখিয়ে দিচ্ছে যে তারাই পারে। যেখানে বাকি দুই প্রধান পারলো না সেখানে মহামেডান ক্লাব অনুশীলন শুরু করে দিচ্ছে আগামী ৫ আগস্ট। রাজ্য আইএফএ , সেনা, ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদনও করেছেন সাদা -কালো কর্তারা। তবে ঘরের মাঠ নয় কল্যাণীতে আবাসিক শিবির করার পরিকল্পনা রয়েছে ক্লাবের।
জেলার ফুটবলারদের জন্য ক্লাব থেকে ব্যবস্থা করা হবে অনুশীলন যোগ দেওয়ার। স্যানিটাইজিংটানেল খুব শীঘ্রই বসানো হবে। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফেদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা। অনুশীলনে সামাজিক দূরত্ব সব নিয়ম মানা হবে।
আরও পড়ুনঃ মোহনবাগান দিবস উদযাপন এবার আমেরিকা থেকেও
আইলীগের শুরুর আগে অনুশীলন করাতে কোনো ত্রুটি রাখতে চায় না ক্লাব। ইতিমধ্যে কিং সে লে, প্লাজা সহ একাধিক বিদেশি নিয়ে চমক দিয়েছেন নতুন ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। তিনি আশাবাদী এবার দল আই লীগ খেলবে সেই কারণেই এত আগে থেকে দল গুছানোর কাজ শুরু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584