বিতর্ক দূরে ঠেলে ট্রাউ ম্যাচ জিততে চান মহামেডান কোচ

0
49

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

চার্চিল ম্যাচ ড্র। দলে কোচের সঙ্গে মতবিরোধ এই অবস্থায় মঙ্গলবার ট্রাউ এফসি’র বিরুদ্ধে নামছে মহামেডান।
২০১৮ সালে এই ট্রাউ এফসি-কেই আই লীগ দ্বিতীয় ডিভিশনে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাদা কালো ব্রিগেড। তবে এবার লড়াই কঠিন ট্রাউ যেমন নিজেদের গুছিয়ে নিয়েছে ঠিক তেমন চোট-আঘাত ও বিতর্কে জর্জরিত সাদা-কালো শিবির।তাই কল্যাণীতে বেশ শক্ত চ্যালেঞ্জ।

Mohammedan SC | newsfront.co

ঘানা থেকে আসা মিডফিল্ডার মহম্মদ ফাতাও কাফ মাসলের চোটে জর্জরিত। তিনি ট্রাউ এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না। চোটের কবলে পড়েছেন নাইজেরিয়ায় স্ট্রাইকার রাফায়েল। যদিও তাঁকে খেলানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ জামাল ভূঁইয়া ও সেন্ট্রাল ডিফেন্ডার তথা অধিনায়ক কিংসলে ভরসা সাদা কালো কোচ জোসে হেভিয়া এ।

আরও পড়ুনঃ এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট হাবাস

তার কাজে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট খারাপ ফল হলে যেতে পারে চাকরিও। তবে তিনি আশাবাদী ম্যাচের আগে তিনি জানান, “আমরা খারাপ খেলছি সেটা বলবো না তবে গোলের সুযোগ পেলে গোল করতে পারছি না ফুটবলারদের গোল চিনতে হবে। আমি ফুটবলারদের একে ওপরের মধ্যে বোঝাপড়া বাড়াচ্ছি।”

আরও পড়ুনঃ ইনিংসে পাঁচ উইকেট দখল করে নজির সিরাজের

ট্রাউকে নিয়ে তিনি জানান, “আমি ওদের খেলা দেখছি তরুণ দল লড়াই মোটেও সহজ নয় আর যেহেতু পাহাড়ি ফুটবলার নব্বই মিনিট লড়াই করতে পারে ওরা তাই সতর্ক থাকতে হবে ফিটনেসে ওদের টেক্কা দিতে হবে।” তাকে নিয়ে দলে বিতর্কর প্রশ্ন জবাব দিতে চাইলেন না জানালেন,”আমি শুধু এটুকু বলবো যতক্ষণ দায়িত্বে আছি দলের জন্য সেরাটা দিয়েই কাজ করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here