নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
হাতে সময় বেশি নেই মাত্র দশ দিন অনুশীলন করেই দ্বিতীয় ডিভিশন আই লীগের জন্য প্রস্তুতিতে নামতে হবে টিম মহামেডানকে। এই নিয়ে নিউজফ্রন্টকে ফোনে সাদা-কালো কোচ ইয়ান লো জানান, ‘ব্যাপারটা খুবই কষ্টের এতদিন বাড়িতে বসে সবাই ফুটবল থেকে দূরে সেখানে থেকে হঠাৎ এত কম সময়ে অনুশীলন করে মাঠে নামা সহজ কাজ নয়।
তবে এটা শুধু আমাদের জন্য নয় বাকি দলগুলোর জন্যও একই নিয়ম। আমি এখন থেকেই ফুটবলারদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছি। তাঁদের পরামর্শ দিচ্ছি। আশা করি ক্লাব যা গত কয়েক মাস ফুটবল খেলেছে সব ভালো হবে।’ আগে থেকেই ক্লাব সব ফুটবলার নিয়ে রেখেছে তার পছন্দের ফুটবলার নেই। এখানেও অসুবিধা হবে না তার বলছেন এই বাঙালি তরুণ প্রতিভা।
আরও পড়ুনঃ আইপিএল না খেলায় আক্ষেপ নাই স্টার্কের
তিনি জানান, ‘ক্লাব একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে আর আমরা সবাই পেশাদার যাদের নেওয়া হয়েছে তারা বড় বড় আই লীগ দলে খেলেছে। এর থেকে বড় কি হতে পারে !আমি শুধু সামনের দিকে তাকাতে চাই এইসব না ভেবে। ম্যানেজমেন্ট ক্লাবের আমায় সাহায্য করছে সব বিষয়ে। তরুণ একটা টিম ক্লাব চালাচ্ছে, আমি নিজেও তরুণ। আর দীপু দার কথা যত বলবো ততই কম বলা হয়।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584