ইনভেস্টর পেলো মহামেডানও

0
39

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ষোলো কলা পূর্ণ করলো বাংলার ফুটবল। দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পর এবার ইনভেস্টর পেয়ে গেল তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিংও। অপেক্ষা শুধু সরকারি ঘোষণার, ক্লাব সূত্রে জানা গেছে যে ইউনাইটেড কিংডমে অবস্থিত এক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সাদা কালো শিবিরের সাথে জুড়তে চলছে।

Mohammedan SC | newsfront.co
ফাইল চিত্র

এই স্পোর্টস কোম্পানির একটা অফিস দিল্লিতে রয়েছে। কথা বার্তা পাকা। আগামী মরসুমের জন্য দলগঠনের যাবতীয় অর্থ বিনিয়োগ করবে ঐ কোম্পানি। তবে সব থেকে বেশি খুশির খবর মহামেডান সমর্থকদের কাছে আসতে চলেছে সেটা হল দুই প্রধানের সিংহ ভাগ শেয়ার নিয়ে নিয়েছে ইনভেস্টর।

Mohammedan | newsfront.co
ফাইল চিত্র

তবে মহামেডানের বেশিরভাগ শেয়ারই থাকছে ক্লাবের হাতে। এখনও অবধি যা খবর তাতে ৫১শতাংশ নিচ্ছে ক্লাব বাকি ৪৯ শতাংশ দিচ্ছে ইনভেস্টর। সচিব পদে বসেই ক্লাবকে পেশাদারি মোড়কে এনে কর্পোরেট আদলে করার মুড়ে ফেলার আশ্বাস দিয়েছিলেন সচিব ওয়াসিম আক্রম।

আরও পড়ুনঃ এটিকে-বাগানে তিরি

এটা তাঁর প্রথম পদক্ষেপ এমনটাই মনে করা হচ্ছে। সব পেপার তৈরি। তবে শোনা যাচ্ছে মোহনবাগান ক্লাবের মত অনলাইন বা ইস্টবেঙ্গল ক্লাবের মত নবান্নতে গিয়ে ইনভেস্টর ঘোষণা করবেন না সাদা কালো কর্তারা সেটা হবে বাইপাসের ধারের পাঁচতারা হোটেলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here