কবির হোসেন, মুর্শিদাবাদঃ
জয় দিয়ে আই লিগে যাত্রা শুরু করলো মোহামেডান স্পোটিং ক্লাব। সোমবার নৈহাটি স্টেডিয়ামে আই লিগের প্রথম ম্যাচে কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়ে দিল সুদেভা দিল্লি ফুটবল ক্লাবকে। কলকাতা মোহামেডান স্পোটিং ক্লাব এদিন প্রথম থেকে ম্যাচের রাশ তুলে নেয় নিজেদের হাতে। বারবার হানা দেয় সুদেভা দিল্লির রক্ষণভাগের।
ম্যাচের শুরু থেকেই নিকোলা, জোসেফ আজহার উদ্দিন মল্লিক ও শেখ ফাইয়াজের একের পর এক আক্রমনে কোণঠাসা হয়ে পড়ে দিল্লির এই ক্লাবটি। শেষ পর্যন্ত ম্যাচের ১৩ মিনিটের মাথায় ডান দিক থেকে গোল করে দলকে এগিয়ে দেয় শেখ ফাইয়াজ। প্রথমার্ধে প্রায় ৭০ শতাংশ বল পজিশনে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি মোহামেডান ফুটবলাররা। বিরতির সময় মোহামেডান স্পোর্টিং ১-০ গোলে এগিয়ে থাকে।
𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞 story!
Here goes the story from the second half in pictures…#JaanJaanMohammedan 🏴🏳️🏁
😎😍⚽😍😎#MDSSDFC ⚔️ #HeroILeague 🏆 #LeagueForAll 🤝 #IndianFootball ⚽ #Matchday pic.twitter.com/s42FULfvL1
— Mohammedan SC (@MohammedanSC) December 27, 2021
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার শুরুতে দিল্লির ফুটবল ক্লাবটি বেশ কয়েকবার আক্রমণে উঠলেও তারা মোহামেডান রক্ষণে আটকে যায়। ম্যাচের ৫৩ মিনিটে ফিরতি আক্রমণ থেকে বিশ্বমানের গোল করেন জোসেফ মার্কজ ২-০ এগিয়ে দেয়। মাঝমাঠ থেকে নিকোলা মিলন সিং, আজহার উদ্দিন মল্লিক ও শেখ ফাইয়াজ একের পর এক আক্রমণ দিল্লির ফুটবল ক্লাব রক্ষণভাগকে তটস্থ করে রাখলেও গোল করতে পারেনি।
আরও পড়ুনঃ ফিরল সেই স্তম্ভিত স্মৃতি! গোলকিপারের সঙ্গে ধাক্কায় পর হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু ফুটবলারের
এদিনের ম্যাচে মোহামেডান অনেকগুলি কর্নার কিক পেলেও সেগুলি কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল মোহামেডান স্পোটিং ক্লাব। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে অতিরিক্ত সময়ে অভিজিৎ সরকার সুদেভার পক্ষে একমাত্র গোলটি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584