কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ চল্লিশ বছরের অপেক্ষার অবসান! কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হলো মোহামেডান স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ফুটবল লিগের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাচের তিন মিনিটের মাথায় ক্যারিবিয়ান স্ট্রাইকার মার্কাস যোসেফ। ১৯৮১ সালের পর ২০২১ দীর্ঘ ৪০ বছর পর খরা কাটিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়, এটি তাদের দ্বাদশতম লীগ চ্যাম্পিয়নশিপ।
উল্লেখ্য, ১৯৩৪ সালে প্রথম ভারতের দল হিসেবে কলকাতা লিগ জিতেছিল মোহামেডান এবং তারপর টানা ১৯৩৪ থেকে ১৯৩৮ টানা পাঁচবার রেকর্ড প্রথম ভারতীয় দল হিসাবে তাদের এই উপলব্ধি। কিন্তু নয়ের দশকে ধীরে ধীরে কলকাতা ঘরোয়া লীগ থেকে তৃতীয় প্রধানের খেতাব হারিয়ে যেতে লাগে। কিন্তু ২০২১ এ কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় আবার তৃতীয় প্রধান হয়ে কলকাতা ফুটবল লীগে-নিজেদের তুলে ধরল যা শুধুমাত্র কলকাতা নয় ভারতীয় ফুটবলের পক্ষে আশার আলো।
Thanks a lot WARRIORS 💪🏻🇮🇳⚽️ https://t.co/XQtfxJp3U7
— Mohammedan SC (@MohammedanSC) November 18, 2021
এদের মহামেডান ও রেলওয়ে এফসি পুরো শক্তি নিয়ে মাঠে নামে। ম্যাচের শুরুতেই তিন মিনিটের মাথায় ফায়াজের পাস থেকে ক্যারিবিয়ান স্ট্রাইকার মার্কোস যোসেফ দুরন্ত গোল করে এগিয়ে দেয় মোহামেডানকে। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত ফাইট ব্যাক করে রেলওয়ে এফসি গোল খাওয়ার পরও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে।
40 Years in the making ⚫️⚪️🔥💪🏻⚽️🇮🇳🌎#JaanJaanMohammedan#BlackPanthers pic.twitter.com/V5NHcHGaEw
— Mohammedan SC (@MohammedanSC) November 18, 2021
ম্যাচের ৩৭ মিনিটের মাথায় রেলের সুকুরামের শর্ট অসাধারণ দক্ষতায় রুখে দেয় গোলরক্ষক মিঠুন সামন্ত। রেলওয়ে এফসি কোচ সৌরেন দত্ত কাশ্মীর থেকে আগত বিদেশি কেলভিন নামিয়ে চমক দেন। কিন্তু মোহামেডান প্রত্যাশামতো শুরু করলেও এদিন আজহারউদ্দিন মল্লিক কিছুটা নিষ্প্রভ থাকলেও মার্কোস, নিকোলাস ও মিঠুনরা দুরন্ত ফুটবল উপহার দেন।
আরও পড়ুনঃ ঘোষিত হয়ে গেল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দিনক্ষণ
ম্যাচের প্রথমার্ধে বিরতির একটু আগে মোহামেডানের ফায়াজ সহজ সুযোগ হাতছাড়া করেন। দ্বিতীয়ার্ধে রেলওয়ে এফসির সুকুমার সরদার ও তন্ময় দাস যথেষ্ট ভালো ফুটবল উপহার দেন। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ চল্লিশ বছরে খরা কাটিয়ে সমর্থকদের মধ্যে নতুন মধ্যে নতুন আশার আলোর সূচনা করেন। এই মরসুমে মোহামেডান ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে গোয়া এফসির কাছে ১-০ গোলে হেরে যায়। সমর্থকদের অনেকটা আশাহত করে। সেটা কিছুটা হলেও কলকাতা ফুটবল লীগ জয়ের মাধ্যমে মিঠুন ও নিকোলাস আজারুদ্দিন মল্লিকরা পুষিয়ে দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584