নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
যেন শেষ হয়েও হচ্ছে না শেষ, মহামেডান কোচ ইয়ান ল তার প্রাক্তন দলের মালিক মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজের সঙ্গে মিলে গড়াপেটা করে বলে ল কে বরখাস্ত করেন ক্লাব কর্তারা। তাতেই থেমে না থেকে দু’জনের বিরুদ্ধে সোমবার ময়দান থানায় অভিযোগ দায়ের করেন কর্তারা।
মঙ্গলবার ক্লাবের থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ক্লাব আইনি পদক্ষেপ করছে ইয়ান ল ও রঞ্জিত বাজাজের বিরুদ্ধে। পুলিশকে আমরা সব তথ্য দিয়েছি। প্রথম একাদশ থেকে টিম মিটিংয়ের খবর, দলের গোপন তথ্য বহিরাগত রঞ্জিত বাজাজকে সরবরাহ করেছেন ইয়ান ল। পুলিশ তদন্ত শুরু করছে ।”
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ইস্টবেঙ্গলে
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
এদিকে মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজ তাঁর বিরুদ্ধে সাদা কর্তাদের ম্যাচ গোড়াপেটার অভিযোগের বিরুদ্ধে সরব হয়ে অপমান ও মানহানির মামলা করবেন বলে জানান। আদালতে যাওয়ার আগে বাজাজ আইনি নোটিশ পাঠিয়েছেন মহামেডান ক্লাব, সচিব ওয়াসিম আক্রম ও ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের বিরুদ্ধে। মিনার্ভা মালিকের হুমকি, ৪৮ ঘণ্টার মধ্যে গড়াপেটার অভিযোগের প্রমাণস্বরূপ ব্যাখ্যা দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে। তা না-হলে আদালতে যাওয়ার হুমকি দিলেন বাজাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584