মহামেডান কর্তাদের একাংশের বিরুদ্ধে বিক্ষোভ সমর্থকদের

0
92

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

Mohammedan sc | newsfront.co

কর্পোরেট ফুটবল দুনিয়াতে ভোল বদলে গিয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। মহামেডান সচিব ওয়াসিম আক্রম সচিব পদে বসেই ক্লাবকে কর্পোরেট করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Mohammedan sc | newsfront.co

সেই অনুযায়ী ইনভেস্টর জোগাড়ও হয়ে গিয়েছে, শুধু দরকার অফিসিয়াল কাজের। কিন্তু সাদা কালো কর্তাদের একাংশ সচিবকে ইনভেস্টরের হাতে শেয়ার তুলে দিতে চান না ফলে ইনভেস্টর দরজাতে এসেও আসছে না।

আরও পড়ুনঃ লাল হলুদের সিইও হতে পারেন রেনেডি

ক্লাবের একাংশ কর্তার নিজেদের চেয়ার আঁকড়ে রাখার প্রতিবাদে এদিন ক্লাবে মহামেডান সমর্থকরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি সেই কর্তাদের অবিলম্বে ক্লাব ছাড়তে হবে ও ইনভেস্টর আনতে হবে। না হলে এই আন্দোলন আরও বড় আকার নেবে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত মহামেডান ফুটবলার

সচিব ওয়াসিম আক্রম জানান, ‘কর্পোরেট না করলে ভবিষ্যতে আইএসএল খেলা যাবে না।’ দ্বিতীয় ডিভিশন আই লিগে কয়েকদিন পরেই নামবে মহামেডান তাঁর আগে এই আবহ ফুটবলারদের পারফরম্যান্স প্রভাব ফেলে কিনা সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here