অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আই লীগ শুরু হওয়ার আগে বিপাকে টিম মহামেডান। তাঁদের ইনভেস্টরের থাকা নিয়ে সংশয়! মৌ চুক্তি সাক্ষরিত না হওয়ায় সাদা কালো স্পোর্টিংয়ের ইনভেস্টর বাঙ্কারহিল চলে যাওয়ার পথে। তিন মাস আগে নতুন ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে পথ চলা শুরু করেছিল সাদা কালো কর্তারা। দেওয়া হয়েছিল ৫০ শতাংশ শেয়ার। সাদা-কালো ব্রিগেড তখন আই লীগের দ্বিতীয় ডিভিশনের দল।
এই ইনভেস্টর আনতে গিয়ে ক্লাবে বিস্তর বাধার মুখে পড়তে হয়েছিল সচিব ও ফুটবল সচিব ওয়াসিম আক্রম ও দীপেন্দু বিশ্বাসকে। ক্লাবের কিছু প্রবীণ কর্তা ইনভেস্টর আনতে বাধা দিয়েছিলেন। তবে সমর্থকরা এই বাধা দেওয়ার ঘটনা জানতে পেরে বিদ্রোহ শুরু করলে ইনভেস্টর আনতে সক্ষম হন ওয়াসিম।
গত তিন মাস ধরে মহামেডানকে টাকা দিয়ে গিয়েছে ইনভেস্টর বাঙ্কারহিল। কিন্তু এখনও পর্যন্ত ক্লাব কর্তারা মৌ চুক্তি করেনি। তাতেই বেজায় চটেছেন ইনভেস্টর কর্তারা। উল্টে এখন বাজেটের বেশি টাকা চাইছেন কর্তারা। বাড়তি টাকা দিতে নারাজ ইনভেস্টর।
আরও পড়ুনঃ নর্থ ইস্ট ম্যাচ জিতে বছরের শুরুটা করতে চায় এটিকে-মোহনবাগান
ক্লাব সূত্রের খবর, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সংখ্যা ৩৪ জন। এদের মধ্যের কিছু পুরনো কর্তা আছেন যারা ইনভেস্টরের সঙ্গে মৌ চুক্তি করতে চাইছেন না। সেই সঙ্গে বেশ কিছু ‘অন্যায় আব্দার’-ও করে বসেছেন। মূলত এই ‘কিছু’ কর্তার জন্য্ই মহামেডান ছেড়ে চলে যেতে চায় বাঙ্কারহিল।
আরও পড়ুনঃ করোনা বিধি ভঙ্গের পাশাপাশি রোহিতের খাদ্য তালিকা ঘিরেও বিতর্ক
ইনভেস্টরের অন্য তম কর্তা দীপক জানিয়ে দিয়েছেন, “এখনও মৌ চুক্তিতে সই করেনি ক্লাব। এভাবে কাজ করা যায় না। কর্তাদের কয়েকটা দিন সময় দিয়েছি। কথামতো চুক্তি না করলে আমরা চলে যাব। এটাই আমাদের সিদ্ধান্ত।“
অপেশাদার মহামেডানকে পেশাদারের রাস্তায় আনার চেষ্টা করছেন দীপেন্দু বিশ্বাস আর ওয়াসিম আক্রম কিন্তু তারা সফল হচ্ছেন না শেষ অবধি কি হয় এখন সেটাই দেখার! এদিকে মহামেডান সমর্থকরা ঠিক করেছেন সোমবার তারা ক্লাবে কর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন তাঁদের দাবি থাকবে কোনো মতেই ইনভেস্টরকে ক্লাব থেকে যেতে দেওয়া চলবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584