শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিয়ের মত ‘ক্ষুদ্র স্বার্থে’ হিন্দু যুবক-যুবতীদের ধর্মান্তর রোধে এগিয়ে আসার আহবান সংঘ প্রধান মোহন ভাগবতের। বিরোধীরা বলছেন স্বার্থ ক্ষুদ্র বা বৃহৎ যাই হোক, বিয়ের মত অত্যন্ত ব্যক্তিগত বিষয়েও নাক গলাচ্ছে সংঘ।
সংঘ পরিবারের মতে ‘লাভ জিহাদ’ চালাতে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করে মুসলমান সমাজের একাংশ। শুধু হিন্দু মেয়েদের নয় দক্ষিণ ভারতের রাজ্য কেরল যা মূলত খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত তারাও নাকি সরব হয়েছেন ‘লাভ জিহাদ’- এর বিরুদ্ধে। তাই বিজেপি শাসিত একাধিক রাজ্যে পাশ হচ্ছে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন।
মঙ্গলবার উত্তরাখণ্ডের হলদওয়ানিতে সঙ্ঘ পরিবারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংঘকর্মীদের ছেলেমেয়েদের মধ্যে ‘পারিবারিক মূল্যবোধ’ গড়ে তোলার উপরে জোর দেন ভাগবত। তিনি বলেন, “বিয়ের জন্য নিজের ধর্ম ছেড়ে হিন্দু ছেলেমেয়েরা অন্য ধর্ম গ্রহণ করছেন, যা ঠিক নয়। ছোটদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে।”
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে উপনির্বাচন, প্রচারে আসছেন আসামের বিতর্কিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
ভাগবতের এই বক্তব্যে শুধু বিরোধীরা নন, বহু সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন ‘লাভ জিহাদ’ মানে কি ধর্মীয় মেরুকরণ নয়? আর এই মেরুকরণকেই কি কাজে লাগাতে চাইছে সংঘ পরিবার? তা কি বিজেপির হয়ে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্য ব্যতীত অন্য কিছু! বিরোধী রাজনৈতিক দল ছাড়াও সাধারন ভাবে নবীন প্রজন্মের এইসব প্রশ্নের উত্তর কি আছে সঙ্ঘের কাছে? আর নেটিজেনদের এইসব প্রশ্নের উত্তর দিতে না পারলে তাঁরা কি প্রাসঙ্গিক থাকবেন এই প্রজন্মের কাছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584