ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:
১৬ ই ফেব্রুয়ারি রবিবার আমেদাবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘ প্রধান মোহন ভাগবত মন্তব্য করেন যে শিক্ষিত ও সমৃদ্ধ পরিবারেরই বিবাহবিচ্ছেদের ঘটনা বেশি।
তিনি আরও দাবি করেন যে ভারতে হিন্দু সমাজের কোনো বিকল্প নেই, কারণ হিন্দু সমাজ সংগঠিত এবং পূণ্যবান।
Divorce cases are more in educated & affluent families because with education & affluence, comes arrogance, as a result of which families fall apart: RSS chief #MohanBhagwat
— Press Trust of India (@PTI_News) February 16, 2020
সংবাদ সংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে সপরিবারে অংশগ্রহণকারী আরএসএস কর্মীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখনকার দিনে বিবাহ বিচ্ছেদের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মানুষ তুচ্ছ জিনিসেও লড়াই বাধিয়ে দিচ্ছে দিচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষিত ও সমৃদ্ধশালী পরিবারেই বিবাহ বিচ্ছেদের ঘটনা বেশি কারণ শিক্ষা ও সমৃদ্ধি নিয়ে আসছে অহংকার, যার ফলে পরিবার ভেঙে পড়ছে। সমাজও ভেঙে পড়ছে কারণ সমাজও একটি পরিবার।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584