মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
ফুটবলারদের বকেয়া না মেটানোর জেরে এবার সবুজ-মেরুন শিবিরকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হলো। পাশাপাশি এক মাসের মধ্যে চার ফুটবলার সহ প্রাক্তন কোচ খালিদ জামিলের পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির এক বৈঠকে মোহনবাগানকে জানানো হয়েছে, জরিমানা না মেটানোর শাস্তিস্বরূপ ১৫ দিনের মধ্যে ফেডারেশনকে ৩ লক্ষ টাকা দিতে হবে তাদের। সেই সঙ্গে চার প্রাক্তন ফুটবলার ও কোচ খালিদ জামিলের বকেয়া মেটাতে হবে এক মাসের মধ্যে।
চার ফুটবলারের বকেয়া না মেটালে ক্লাবকে ফুটবলার সই করানো থেকে নির্বাসিত করা হবে। সেক্ষেত্রে অন্তত ২টি ট্রান্সফার উইনডোতে কোনও ফুটবলার সই করাতে পারবে না সবুজ-মেরুন শিবির।
গত বছর প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে ক্লাবের। এই বিপুল ক্ষতির উপর এবার আরও প্রায় ৪০ লক্ষ টাকা মেটানোর চাপ পড়ল সবুজ-মেরুনের উপর।তবে এআইএফএফের সিদ্ধান্তের পরই মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এআইএফএফের নির্দেশমতো ফুটবলারদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584