সপ্তর্ষি সিংহ, স্পোর্টস ডেস্কঃ
যুবভারতীতে ইস্টবেঙ্গলকে হারিয়ে বছরের প্রথম ডার্বি জিতে নিল মোহনবাগান। মাঠে রীতিমতো ঝড় তুলে ২-১ গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের জয় দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে নিয়ে এল। কিবু ভিকুনা অপরিবর্তিত দল রেখে আক্রমনাত্মক গতিময় ফুটবল খেলিয়ে ডার্বি জয়ের স্বাদ উপহার দিল সমর্থকদের।
ম্যাচে প্রথম থেকেই দাপুটে ফুটবল উপহার দেন মোহনবাগান ফুটবলাররা। গতির সঙ্গে সাযুজ্য রেখে পাশ, আর তারই সঙ্গে মানানসই রক্ষণ, সব মিলিয়ে সবুজ-মেরুনের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল।
প্রথামার্ধে ১৮ মিনিটের মাথায় বেইতিয়ার গোলে এগিয়ে যায় মোহনবাগান। দাপট সমানে অব্যাহত রেখে ৬৪ মিনিটের মাথায় গোল করেন বাবা দিওয়ারা। মোহনবাগান এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
FULL TIME! What a match! 🤯🤯@Mohun_Bagan grab an enthralling derby win despite a strong comeback from @eastbengalfc 💪
FT Score: MB 2️⃣-1️⃣ QEB#HeroILeague 🏆 #IndianFootball ⚽️ #LeagueForAll 🤝 #MBQEB ⚔️ pic.twitter.com/QzeC9sS27q
— Hero I-League (@ILeagueOfficial) January 19, 2020
৭১ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের মার্কোসের দুর্দান্ত একটি গোল। তবে ৭৯ মিনিটে হুয়ান মেরার শর্ট বারে লেগে ফিরে না এলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতো।
চলতি লিগে ৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৭। অন্য দিকে ৭ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৮।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584