মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
অবশেষে জল্পনার অবসান। মোহনবাগান ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নিল এটিকের মালিকানাধীন আরপিএসজি গ্রুপ।

ফলে এবার গাঁটছড়া বন্ধনে আবদ্ধ হল এটিকে ও মোহনবাগান। আরপিএসজি গ্রুপের পক্ষ থেকে সরকারি ই-মেলে জানানো হয়েছে, মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ৮০ শতাংশ শেয়ার কিনে নিল আরপিএসজি গ্রুপ। বাকি ২০ শতাংশ থাকছে মোহনবাগানের অধীনে।
‘এটিকে মোহনবাগান’ নাম হচ্ছে সংযুক্তিকরণের পর। এই নামেই আগামী দিনে নানা প্রতিযোগিতায় খেলবে ক্লাব। সদ্য প্রতিষ্ঠিত ক্লাবটি আত্মপ্রকাশ করবে চলতি বছরে জুন মাস থেকে। পরের মরশুমে আইএসএল-এও অংশগ্রহণ করবে মোহনবাগান-এটিকে ক্লাব।
মোহনবাগানের চেয়ারম্যান জানান সবুজ-মেরুন জার্সির সম্পর্কের কথা। তিনি জানান ফুটবলে বৃহত্তম দুনিয়ায় প্রবেশ করতে হলে নতুন বিনিয়োগ, কর্পোরেট ধাঁচ প্রয়োজন। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন,এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে।ঐতিহাসিক চুক্তির সাক্ষী থাকল কলকাতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584