জয়দ্বীপকে পুর্নবিবেচনার প্রস্তাব মোহনবাগান- মহামেডানের, অনড় সচিব

0
56

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

বাংলা ফুটবলকে নতুন দিশা দেখাচ্ছিলেন সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়। কর্পোরেট মোড়ক থেকে স্পনসর আনা জেলা ফুটবলের উন্নতি আইএফএ কর্মীদের একটা টিম নিয়ে কাজ করছিলেন সচিব। কিন্তু কিছু কর্তা বিশেষ করে আইএফএ সভাপতি তথা মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপাধ্যায় জয়দ্বীপকে কাজ করতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। আর কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ রিপ্লে করা আগুনে ঘি দেয়।

Jaydeep Mukherjee | newsfront.co

ইস্টবেঙ্গল কর্তা তথা আইএফএ সভাপতি জয়দ্বীপকে চাপ দেন রিপ্লে না করার জন্য ফলে পদত্যাগ করলেন সচিব। তবে বিভিন্ন ছোটো ক্লাবের কর্তারা ইতিমধ্যে জয়দ্বীপের পাশে দাঁড়াচ্ছেন।

পাশে মহামেডান ক্লাবও, সাদা কালো সচিব ওয়াসিম আক্রম জানান, “মহামেডান ক্লাব ও বাংলার ফুটবলকে উনার মত সৎ কাজ করার ব্যক্তি প্রয়োজন, কাজ করতে গেলে অনেক কিছু হতে পারে আমরা মহামেডান ক্লাব থেকে অনুরোধ করব উনি যেন উনার পদত্যাগ প্রত্যাহার করে। মহামেডান ক্লাব উনার সঙ্গে আছে।”

আরও পড়ুনঃ ডিফেন্স ব্যর্থতায় চেন্নাই ম্যাচেও ড্র ইস্টবেঙ্গলের

জয়দ্বীপের পদত্যাগে অভিযোগ উঠেছে ইস্টবেঙ্গল ক্লাবের উপরে, ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা তো ওর কথায় রিপ্লে ম্যাচ খেললাম। বাংলা ফুটবলে কাজ করতে হলে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের চাপ নিয়ে কাজ করতে হবে। আমরা ওর পাশে আছি ও যেন ভুল বুঝে চলে না যায়।”

আরও পড়ুনঃ রাহানের প্রশংসা করলে সবাই বলবে মুম্বইয়ের ছেলে বলে ওর হয়ে কথা বলছিঃ গাভাসকার

এদিকে মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলেন, “বহু দিন বাদে আইএফএ একজন সচিব পায় যে ইস্টবেঙ্গল ক্লাব থেকে বেরিয়ে সবাইকে সমান গুরুত্ব দেয়। ফুটবলের কাজ করতে চায় এমন মানুষের সঙ্গে মোহনবাগান ক্লাব আছে তাই আমরা কয়েকমাস আগে সেরা প্রশাসক সম্মানও দিলাম। ওর পাশে আছে মোহনবাগান।”

যদিও জয়দ্বীপ অনড় তিনি আক্ষেপের সুরে বলছেন, “কারোর জন্য কিছু আটকায় না আইএফএ একটা ব্র্যান্ড, আমার মনে হয়েছে যেভাবে কাজ করা উচিত সেটা পারছি না আমি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here