ফুটবলের পরে ক্রিকেট ডার্বিও জিতল মোহনবাগান

0
64

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ফুটবলের পরে ক্রিকেট ডার্বিতেও শেষ হাসি হাসল মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান।

Cricket match | newsfront.co

চব্বিশ ঘন্টার ব্যবধানে ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ-এ ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। হাড্ডাহাড্ডি ক্রিকেট ডার্বিতে এক রানে জিতল সবুজ মেরুন ব্রিগেড।

CAB | newsfront.co

এদিন ঘন্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেন প্রাক্তন বেঙ্গল স্পিনার উৎপল চট্টোপাধ্যায় ফাঁকা গ্যালারি হলেও ম্যাচ নিয়ে ছিল উন্মাদনা। আর ক্রিকেটের ডার্বি জিততে শেষ ওভারে ৮ রান দরকার ছিল ইস্টবেঙ্গলের। ক্রিজে সায়ন শেখর মন্ডল সুজিত যাদব। শেষ বলে লাল-হলুদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সায়ন ঘোষের বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলেন সায়ন শেখর মন্ডল। ফলে ফুল ফুটলো বাগানে।

Mohunbagan Player | newsfront.co

মোহনবাগানের হয়ে ব্যাট হাতে হিরো সেই অধিনায়ক অনুষ্টুপ মজুমদার আর বল হাতে দুরন্ত ঋত্বিক, আকাশদীপ। শেষ ওভারে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বাজি জিতল আবার সায়ন ঘোষ। প্রথমে ব্যাট করে ১২১ করে মোহনবাগান জবাবে ব্যাট করতে নেমে পরপর টপ অর্ডারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুনঃ ভারতকে সব ফর্ম্যাটে পর্যুদস্ত করবে অস্ট্রেলিয়াঃ ভন

Cricketer | newsfront.co

৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে লাল-হলুদের ক্রিকেট টিম। এখান থেকেই ইস্টবেঙ্গলের ইনিংসের হাল ধরেন সায়ন শেখর মন্ডল তিনি করেন ৫২ তবুও দলকে জেতাতে ব্যর্থ।

Bengal T20 Challenge | newsfront.co

ম্যাচ জিতে মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার জানান, ডার্বি ম্যাচে তো চাপ থাকেই ছেলেরা চাপ কাটিয়ে জয় এনে দিল ভালো লাগছে। বাকি ম্যাচগুলোও জিততে হবে।“

আরও পড়ুনঃ প্রথম ম্যাচেই কেন ডার্বি! প্রশ্ন ইস্টবেঙ্গল সচিবের

Bengal T20 Challenge | newsfront.co

এই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে আবার সিএবি টি-টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেলেন মোহনবাগানের সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here