কবির হোসেন, মুর্শিদাবাদঃ
নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে লীগে দুই নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতরদা স্টেডিয়ামের খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেডকে এক প্রকার হেলায় হারিয়ে লীগ তালিকায় দুই নম্বরে উঠে গেল কলকাতার এটিকে মোহনবাগান। এ দিনের ম্যাচে চোট আঘাতের জন্য মোহনবাগানের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়ারকে সাইডলাইনে বসিয়ে ভারতীয় ফুটবলারের উপর ভরসা রাখেন স্প্যানিশ কোচ জোয়ান ফার্নান্দো।
এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিলো মেরিনার্সদের। গতির বিপক্ষে ১৭মিটার নাগাদ নর্থইস্ট বিদেশি ফুটবলার মার্সেলইনো থেকে সোহেল নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন। গোল খেয়ে আরো আক্রমণ ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। ম্যাচের ২২ মিনিটের মাথায় মোহনবাগানের জনি কাউকে দুরন্ত গোল করে সমতা ফেরান। কিন্ত মানবীর ও লিস্টনরা একের পর এক গোল নষ্ট না করলে প্রথমার্ধে দু তিন গোলে এগিয়ে যেতে পারতো। মোহনবাগানের প্রথমার্ধ শেষ হওয়ার আগে জনির কাউকের ব্যাকপাস থেকে দুরন্ত গোল করেন গোয়ান ফুটবলার লিস্টন কোলাসো। এই নিয়ে আইএসএল লীগে সাতটি গোল করেন যা ভারতীয় ফুটবলের মধ্যে সর্বোচ্চ।দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান একের পর এক আক্রমণ তুলে আনে নর্থইস্ট ইউনাইটেড বক্সে।
Make some noise for your Hero of the Match! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #ATKMBNEUFC pic.twitter.com/z28bXEtxBG
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 12, 2022
কিন্তু কাজের কাজ হয় ম্যাচের ৫২ মিনিটের মাথায় মানবীর সিং ৩-১ করে দেয় । ম্যাচের ৬৬ মিনিটের মাথায়স্প্যানিশ কোচ জোয়ান ফেনান্দ লিস্টনকে তুলে ডার্বি ম্যাচের হ্যাট্রিক কারী কিয়ান নাসিরিকে মাঠে নামান কিন্তু স্কোরে বোর্ডের কোন পরিবর্তন হয়নি। শেষের দিকে নর্থইস্ট ইউনাইটেড অনেক দাপটের সঙ্গে ফুটবল খেললেও গোলের মুখ খুলতে পারেনি।
Big goal from the 'Big' man! 💪#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #ATKMBNEUFC pic.twitter.com/FkVuy48WEm
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 12, 2022
এই ম্যাচ জয়ের ফলে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় মোহনবাগান দুই নম্বরে উঠে এলো। তাদের সামনে রয়েছে হায়দরাবাদ এফসি। এদিনের ম্যানচেস্টার ফুটবলার রয় কৃষ্ণ হুগো বৌমৌস ম্যানইউ প্রভৃতি তারকা ফুটবলারদের মাঠের বাইরে রেখে দল গড়তে হয়েছে। যদিও অপেক্ষাকৃত দুর্বল নর্থইস্ট ইউনাইটেড কাছ থেকে তিন পয়েন্টে লক্ষ্যেই সফল স্প্যানিশ কোচ। ম্যাচের সেরা জনি কাউকে।
আরও পড়ুনঃ চড়া দামে শ্রেয়স আইয়ারকে দলে টানলেন কলকাতা নাইট রাইডার্স, দাম পেলেন ১২.২৫ কোটি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584