নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লকডাউনে প্রতিশ্রুতি পালন করলেন মোহনবাগান কর্তারা। প্রথমে মিটিয়ে দিয়েছিলেন ফুটবলার ও কোচিং স্টাফদের মাইনে। এবার আইলীগ জেতার জন্য গ্রেডেশনের ভিত্তিতে বোনাস দেওয়া হল কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফেদের।
ম্যাচে কোন ফুটবলার কতটা সময় মাঠে ছিলেন, ফুটবলারের প্লেয়িং টাইমের উপর গ্রেডেশন ঠিক করেছে ক্লাব। এ, বি, সি, ডি এই চারটি গ্রেডে ফুটবলারদের রেখে বোনাস দেওয়া হয়। বেইতিয়া, বাবা দিওয়ারা, শেখ সাহিলরা যথারীতি ‘এ’ গ্রেডে থেকে বেশি বোনাস পেলেন। শিল্টন পাল কোনও ম্যাচ না খেললেও ‘এ’ গ্রেডের প্রায় সমতুল্য বোনাস পেলেন।
আরও পড়ুনঃ তিনি বর্ণবিদ্বেষের শিকার দাবী আর্চারের
কারণ, টানা ১৪ বছর সবুজ মেরুন জার্সি গায়ে খেলার পুরস্কার হিসেবে ক্লাবকর্তারা সম্মান জানালেন শিল্টনকে। লীগ জেতানো কোচ কিবু ভিকু নাকেও দেওয়া হল এ গ্রেড বোনাস। প্রথমে বলা হয়েছিল লকডাউন মিটলে আই লিগ জেতা দলকে সংবর্ধনা দেওয়া হবে কিন্তু আদৌ কবে লকডাউন উঠবে সেটা জানা নেই তাই বোনাস দিয়ে দিলেন সৃঞ্জয় বসু ও দেবাশীষ দত্তরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584