নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
১৭ অক্টোবর নয় একদিন পিছিয়ে ১৮ অক্টোবর মোহনবাগান তাঁবুতে আসছে আই লিগ ট্রফি। তবে বাগান তাঁবুতে কোনো অনুষ্ঠান হবে না। সোশ্যাল নেটওয়ার্ক ও ভিডিও সিস্টেমের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন সমর্থকরা।
দিন পরিবর্তন হওয়ার কারণ হল আই লিগ সিইও সুনন্দ ধরের কাছ থেকে ই-মেল পান মোহনবাগান কর্তারা। যেখানে সাফ নির্দেশ ছিল, সরকারের দেওয়া সমস্ত কোভিড গাইডলাইন মেনেই অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ১০০ জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। করোনা লকডাউন থাকার জন্য সমর্থকরা আনন্দ করতে পারে নি, তাই যদি হাতের বাইরে সমর্থকদের বাঁধ ভেঙে যায় তাই কোনো ঝুঁকি নেন নি বাগান কর্তারা।
লিগ জেতার তাই ভিডিও কনফারেন্সে বৈঠক করে এক্সিকিউটিভ কমিটি। সেখানেই ঠিক হয়, এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অনুষ্ঠান করা হবে না। তার পরিবর্তে ১৮ অক্টোবর রবিবার শহরের একটি পাঁচতারা হোটেলে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হবে। সেখান থেকে বড় বাসে শোভাযাত্রার মাঝে ট্রফি আসবে ক্লাবে।
আরও পড়ুনঃ শাহরুখের সামনে ফের জয় নাইটদের, হেরে চাপে ধোনিরা
মোহনবাগান লেন সহ গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি দাঁড়াবে। পুজোর পরে ২ থেকে ৫ নভেম্বর মোহনবাগান তাঁবুতে সদস্য ও সমর্থকদের জন্য ক্লাব তাঁবুতে কাঁচের বাক্সতে থাকবে আই লিগ ট্রফি। ক্লাবে এসে দুপুর ১২টা থেকে বিকাল ৫ টার মধ্যে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584