শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
একের পর এক অভিযোগে বিদ্ধ বেহালার বেসরকারি নার্সিংহোম। এর আগেও চিকিৎসার গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর, রোগীর পরিবারকে হুমকি দেওয়ার মত ঘটনা ঘটেছে এই হাসপাতালে। এবার সরাসরি উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগ তুলেছেন ওই নার্সিংহোমে ভর্তি এক রোগীর পরিবার।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলার বাসিন্দা সুভাষ সর্দার (৫৭) গত ২ নভেম্বর নিউমোনিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হন বেহালার এই বেসরকারি নার্সিংহোমে। কিন্তু রোগীর পরিবারের লোকজন চাইছিল রোগীকে অন্য হাসপাতালে ট্রান্সফার করতে চাইছিলেন। কারণ তারা মনে করছিলেন এই হাসপাতালে রোগীর ঠিকমত চিকিৎসা চলছে না।
আরও পড়ুনঃ অব্যাহত ‘নো এন্ট্রি’, সাথে আতসবাজিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের
শনিবার সকাল থেকেই ওই রোগীর পরিবার ওই নার্সিংহোমে অপেক্ষা করতে থাকেন। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে ছাড়তে চায়নি বলে অভিযোগ। এই ঘটনার জেরে রোগীর মেয়ে প্রতিবাদ করেন পরিবারের লোকজনের সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের বচসা ও হাতাহাতি বেঁধে যায়।
আরও পড়ুনঃ দাম নিয়ন্ত্রণে বাজারে হানা কলকাতা পুলিশ ইবির
এই সময়ে রোগীর মেয়ে তখন ফোনে ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নিয়ে মেয়েটিকে একটি ঘরে আটকে রেখে এক চিকিৎসক তাঁর শ্লীলতাহানি করে বলে এখন অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে বেহালা থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে।ঘটনার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন পশ্চিম কলকাতার বেহালা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584