নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার আলিপুরদুয়ারের সাহেবপোঁতায় এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন আলিপুরদুয়ারের সাহেবপোঁতা এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা আয়োজিত হয়। সেই কর্মী সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।
এছাড়াও ছিলেন, তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামি সহ বিভিন্ন স্তরের নেতারা।
আরও পড়ুনঃ নামী কোম্পানির মধুতে মিশছে চিনের চিনির সিরাপ বলছে রিপোর্ট
আরও পড়ুনঃ নামিবিয়ার প্রাদেশিক নির্বাচনে জয়ী অ্যাডল্ফ হিটলার
এদিন মন্ত্রী বলেন, লকডাউনের সময় দেশের প্রধানমন্ত্রী দেশের সাধারণ জনগণের জন্য কিছুই করেনি। শুধু কাঁসর ঘণ্টা বাজাতে বলেছে আর প্রদীপ জ্বালাতে বলেছে। এদিন তিনি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584