সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা সারুল গ্রামে বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে গলসিতে প্রচার শুরু করলেন।তৃণমূল কংগ্রেস প্রার্থী কুরকুবা গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া, পিলগ্রাম,তারানগর, বাহিরঘন্যা,বৃন্দাবনচক, জয়কৃষ্ণপুর গলসি স্টেশন লাগোয়া গ্রামগুলিতে প্রচার করেন।গলসি-২ ব্লকের মোট ন’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দু’টি গ্রাম পঞ্চায়েত গলসি বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে।
যেভাবে প্রচার হচ্ছে তাতে অনেকেই মনে করছেন শাসকদল এই অঞ্চলে এগিয়ে থাকবে ভোটে।স্থানীয় বিধায়ক অলক মাজি, ব্লক সভাপতি বাসুদেব চৌধুরী প্রমুখরা ছিলেন প্রচারে সঙ্গী।তবে বিরোধীরা যেদিকে প্রশ্ন তুলছেন তাহল এই অঞ্চলে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।
আরও পড়ুনঃ মমতাজ সংঘমিতার সমর্থনে জনসভা
গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র ছিল যে বারে বারে তা ভাবিয়েছে প্রশাসন থেকে শুরু করে শাসকদল সংগঠন সবাইকে। গত ১১মার্চ গলসি-২ ব্লকের ভুড়ি গ্রাম পঞ্চায়েত লাগোয়া মাঠে কর্মী সম্মেলনে মাদার গোষ্ঠী এবং যুব গোষ্ঠীকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছিলেন দলের জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ।এখন দেখার এই সমস্ত প্রতিকূলতা পার করে শাসকদল শেষ হাসি হাসবে কি!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584