পিহু-টুবাইয়ের ছোটবেলার প্রেমের ঝলক নিয়ে হাজির দ্বিতীয় প্রোমো, অপেক্ষা সম্প্রচারের

0
684

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দর্শকমনে ঝড় তুলতে আসছে টুবাই দা। কে এই টুবাই দা? স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মন ফাগুন’ বলবে পিহু-টুবাইয়ের ভালোবাসার গল্প৷ আর সেই টুবাই দা হল পিহুর একান্ত টুবাই দা, পিহুর ছোটবেলার ভালোবাসা হল টুবাই দা। যে কিনা একদিন পিহুকে বলেছিল- “একটি সপ্তর্ষিমণ্ডলের সঙ্গে আরেকটি সপ্তর্ষিমণ্ডল জুড়ে গেলেই সব ভালবাসার মানুষ এক হয়ে যাবে।” কিন্তু কবে? সেই দিনের অপেক্ষায় বসে আছে পিহু। সে হারিয়ে ফেলেছে তার টুবাই দা’কে। খুঁজে বেড়ায় তাকে।…

Mon Fagun | newsfront.co
ছবি সৌজন্যেঃ ফেসবুক

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘মন ফাগুন’-এর প্রথম প্রোমো এসেছে অনেকদিন আগেই। এবার হাজির সেকেন্ড প্রোমো। সেখানে গল্পের খানিকটা আঁচ মিলেছে। পিহু আর টুবাইয়ের প্রেমের আঁচ তারিয়ে তারিয়ে উপভোগ করছে নেট দুনিয়া। কারণ সেই টুবাই দা’র ভূমিকায় টেলিভিশনের রোম্যান্টিক হিরো শন বন্দ্যোপাধ্যায়। তাঁর রোম্যান্টিসিজমের শুরুয়াত ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিক থেকে।

Mon Phagun | newsfront.co
ছবি সৌজন্যেঃ ফেসবুক

এরপর ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে তাঁর রোম্যান্টিক হিরোর তকমা আরও বেশি শক্তিশালী হয়। পিহুর চরিত্রে থাকছেন সৃজলা গুহ। সেদিক থেকে দেখতে গেলে বাংলা ধারাবাহিকে সৃজলার অভিষেক ঘটতে চলেছে ‘অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট’-এর হাত ধরেই৷

আরও পড়ুনঃ ফের জট পাকাচ্ছে টেলিপাড়ায়, প্রশ্নের মুখে আসন্ন মেগা সিরিয়ালগুলি

পরিচালক লখন ঘোষের হাত ধরে ছোট পর্দায় আসছে স্টার জলসার এই নতুন ধারাবাহিক। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে দ্বিতীয় প্রোমো। সকলেরই জিজ্ঞাস্য কবে টিভিতে তারা দেখতে পাবে পিহু আর টুবাই দা’কে?
শৈল শহর বৃষ্টিবাড়ি-র পর্যটক-সঙ্গী পিহুর মনে জুড়ে থাকে শুধুই ‘টুবাইদা’।

আরও পড়ুনঃ ঋতাভরী অভিনীত ছবি ‘ব্রোকেন ফ্রেমস’-এর ভূয়সী প্রশংসা করলেন হৃত্বিক রোশন

টুবাইদাও কি ভুলতে পেরেছে তার ছেলেবেলার প্রেম? না বোধহয়। কাছাকাছি আছে দুজনেই। এবার শুধু একে অন্যকে চিনে নেওয়ার পালা। তা হলেই বাজিমাত। ফের প্রেমের রাজ্যে ডুব দেবে পিহু আর টুবাই। সঙ্গে থাকবে হাজার হাজার নেট নাগরিক।

লকডাউনের আগে ধারাবাহিকের এক প্রস্থ শুটিং হয়ে গিয়েছে দার্জিলিঙে, এমনই খবর প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here