ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

জীবনাবসান হলো গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর ।
তিনি দীর্ঘদিন ধরে অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত ছিলেন । গত এক বছর ধরে দেশ বিদেশের বিভিন্ন নামজাদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ।
২০১০ সালে গোয়ার মুখ্যমন্ত্রী পদে আসন গ্রহণ করেন তিনি । এর পর ২০১৪ সালে এন ডি এ সরকার কেন্দ্রে আসার পরে তিনি প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব পান । ২০১৭ সালে পুনরায় তিনি গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ।
এক বছর আগে থেকে তাঁর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁর পদে থাকা নিয়ে জল্পনা শুরু হয় ।
আরও পড়ুনঃ বর্ষীয়ান কবি,সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত প্রয়াত
তাঁর মৃত্যু সংবাদ পেয়ে দেশের প্রায় সব দলের প্রথম সারির নেতৃত্বরা শোক জ্ঞাপন করেছেন ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ একাধিক নেতৃত্ববৃন্দ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে টুইট করেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584