ওয়েবডেস্ক, নিউজিফ্রন্টঃ
আগামী সোমবার ছটপুজো উপলক্ষে ছুটি থাকবে রাজ্যের সরকারি, বেসরকারী ও আধা-সরকারি বিদ্যালয়গুলোতে। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE-ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) সভাপতি কল্যাণময় গাঙ্গুলী এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে ৪ ই নভেম্বর সোমবার বিদ্যালয়গুলিতে ছটপুজো উপলক্ষ্যে অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে।
ছটপুজোর মূল অনুষ্ঠান শনিবার। সেইমতো পর্ষদের নমুনা তালিকায় ছুটি ছিল আজ। কিন্তু সমস্যা দেখা দেয় রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিকে ঘিরে। গত ১৭ ই অক্টোবর প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে ৪ই নভেম্বর সোমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করে। এক্ষেত্রে প্রশ্ন ওঠে বিদ্যালয়গুলোর কি হবে? রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলো ছাড়া বাকি সরকারি দফতরগুলো শনি ও রবিবার সাধারণত এমনিতেই ছুটি থাকে।
তাই সেই সমস্ত দফতরের ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলেও ছুটি নিয়ে বিভ্রান্তি ছিল সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলোর। শনিবার, রবিবার ছুটির পর সোমবারও কি তাহলে ছুটি থাকবে? এটাই ছিল প্রশ্ন। আজকের বিজ্ঞপ্তি পর সে ধোঁয়াশা কেটে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584