রাখী,শিক্ষক দিবসের আয়োজন কমিয়ে,অর্থ সংগ্রহ করে কেরলের পাশে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ

0
85

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

‘বন্ধু বাড়াও হাত’ এই ভাবনাকে সামনে রেখে কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদন নিয়ে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের জাতীয় সেবা প্রকল্পের ছাত্র ছাত্রীরা।রাখীর পয়সা বাঁচিয়ে, এমনকি শিক্ষক দিবসের আয়োজনের ঘটা কমিয়ে সেই অর্থ দিয়ে বন‍্যার্তদের সাহায্যে এগিয়ে এলো তারা। বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের সামিল করল এই মহৎ উদ্যোগে।গ্রামের বাড়ি বাড়ি গিয়ে,এমনকি বাসযাত্রীদের কাছ থেকেও সাহায্য সংগ্রহ করল তারা।

নিজস্ব চিত্র

সবার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া গেছে বলে জানালো স্বেচ্ছাসেবী ছাত্র সৌরভ সাহা,পূর্ণেন্দু বিশ্বাস,শোভন সামই প্রমুখ।প্রকল্প আধিকারিক শিক্ষক তারকনাথ দাস বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে এই মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটাই ছড়িয়ে দিতে চেয়েছি। প্রধানশিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, শিক্ষার্থীদের এই অংশগ্রহণ সত্যি শিক্ষণীয়।তিনি জানান,এই অভিযান তিনদিন চলবে।

আরো পড়ুনঃ দুই লক্ষ পাঁচহাজার টাকা কেরলের ত্রাণ তহবিলে দিলো পশ্চিম মেদিনীপুর সিপিএম

পরে সংগৃহীত সমস্ত অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়ে দেওয়া হবে।এলাকার মানুষ এমন উদ্যোগে স্বভাবতই খুশী।তাঁরা তাঁদের সন্তানদের এমন ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন ও পাশে থাকার অঙ্গীকার করেছেন।উল্লেখ্য এই কর্মসূচির সূচনা হয় মঙ্গলবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here