নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনির টুরাপাড়া এলাকায় কপালে বন্দুক ঠেকিয়ে এক ব্যাংক কর্মীর কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা।সোমবার প্রকাশ্য দিবালোকে বেলা তিনটের সময় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার টুরাপাড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।
ওই ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শালবনির এক বেসরকারি ব্যাংকের ম্যানেজার জানান, মার্কেট থেকে টাকা কালেকশন করে ফেরার সময় ওই ব্যাংকেরই এক কর্মীর কপালে বন্দুক ঠেকিয়ে আনুমানিক প্রায় ৭০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ দিবালোকে বাঁকুড়া হেড পোস্ট অফিসের সামনে থেকে গ্যারেজ ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই
ওই ঘটনার পর ব্যাংক কর্মী ওই ব্যাংকের ম্যানেজারকে সঙ্গে নিয়ে শালবনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। ব্যাংক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে শালবনি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা দিনের বেলায় ওই রাস্তায় পুলিশের টহলদারি দেওয়ার দাবি জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর শালবনি থানার পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584