নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
প্রকাশ্য দিবালোকে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় ঘটল ছিনতাইয়ের ঘটনা। বাঁকুড়া হেড পোস্ট অফিস থেকে দু লক্ষ টাকা তোলেন বাঁকুড়া সদর থানার অর্জুনপুরের বাসিন্দা সুনিল বরণ ঘোষ। তিনি পেশায় একজন গ্যারেজ ব্যবসায়ী। এরপর তিনি যখন নিজের বাইকের ডিকিতে টাকা রেখে বাইক চালু করেন সে সময়ে ঘটে ঘটনা।
সুনিল বাবুর দাবি, হঠাৎই তার মাথা ঘুরে যায়, চোখে অন্ধকার দেখতে থাকেন।কিছুক্ষণ পরে যখন সম্বিৎ ফিরে পান দেখেন বাইকের ডিকিতে রাখা পোস্ট অফিস থেকে তোলা দু’লক্ষ টাকা নেই। এরপর স্থানীয়রা খোঁজখবর করলেও খোঁজ পাওয়া যায়নি ছিনতাইকারীদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়।
আরও পড়ুনঃ শুভেন্দু’র সহায়তা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় নন্দীগ্রামে মৌন মিছিল অনুগামীদের
কিন্তু কে বা কারা এ ছিনতাইয়ের ঘটনা ঘটালো প্রকাশ্য দিবালোকে সেই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। টাকা তোলার ব্যাপারে কোন রকম তথ্য আগে থেকেই জানতেন ছিনতাইকারীরা তারাই ঘটিয়েছে এমন ঘটনা বলে দাবি স্থানীয়দের। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584