নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার প্রকাশ্য দিবালোকে মুখে গ্যাস দিয়ে সংজ্ঞাহীন করে ৭৫ হাজার টাকা নিয়ে পালাল ছিনতাইকারীরা।
শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার চন্দ্রকোনার গোঁসাইবাজার এলাকায়।
এলআইসি এজেন্ট মধুসূদন ঘোষের প্রিমিয়াম পয়েন্টে টাকা জমা নেওয়ার কাজ করছিলেন বুদ্ধদেব মন্ডল ।
শনিবার দুপুরে টাকা জমা দেওয়ার নাম করে দুই যুবক ভেতরে ঢুকে বুদ্ধদেব বাবুর মুখে রুমাল চেপে ধরে। এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এরপরই ক্যাশ কাউন্টারে থাকা ৭৫ হাজার টাকা নিয়ে পালায় তারা ।
আরও পড়ুনঃ জয়গাঁয় ভয়াবহ অগ্নিকান্ড
বিষয়টি জানাজানি হওয়ার পর বুদ্ধদেব বাবুকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকেরা। সেই সঙ্গে চন্দ্রকোনা টাউন থানায় গিয়ে তার পরিবারের লোকেরা লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুনঃ অজ্ঞাত সোর্স থেকে অ্যাকাউন্টে টাকা! কোচবিহারে বেসরকারি ব্যাংকে বিক্ষোভ
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করে।তবে প্রকাশ্য দিবালোকে ওই ঘটনা ঘটায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ওই ছিনতাইকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584