পিয়ালী দাস,বীরভূমঃ
ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে বীরভূম জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলের তৎপরতায় ৭৫ হাজার টাকা ফেরত পেলেন বিশ্বভারতীর এক অধ্যাপক। যদিও মূল পান্ডাদের খোঁজ পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর গত ২রা জুন ভোর রাত্রে বিশ্বভারতীর পাঠ ভবনের অধ্যাপক জয়ন্ত মণ্ডল মোবাইলে দেখেন তার এসবিআই ক্রেডিট কার্ড থেকে আন্তর্জাতিক বাজারে অনলাইনে তিন দফায় কেনাকাটা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা। সকালবেলাতেই তিনি পুরো বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ জমা করেন। তদন্ত ভার তুলে দেওয়া হয় বীরভূম জেলার সাইবার ক্রাইম শাখার হাতে। তৎপরতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মঙ্গলবার দুপুরেই পুরো ৭৫ হাজার টাকা ফেরত পাওয়া সম্ভব হয়েছে।
বীরভূমের পুলিশ সুপার সুধীর কুমার নীলকান্তম জানিয়েছেন যে, “বাঙ্কের মাধ্যমে আমরা পুরো টাকা চার্জ ব্যাক করেছি। এই চক্রকে খুঁজতে তদন্ত চলছে। তবে মানুষকে আরো সচেতন হবার প্রয়োজন আছে,”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584