নেট ব্যাংকের মাধ্যমে ৫১০০০ টাকার প্রতারণা বড়িশায়,চাঞ্চল্য এলাকায়

0
48

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারী নোভেল করোনার ভাইরাসের আতঙ্কে ছুটিতে নিজের বাড়িতে এসেছিলেন কলকাতার বেলুড় রামকৃষ্ণ মিশনের ফটোগ্রাফির ছাত্র শুভম দত্ত। জানা গেছে,তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বড়িশা গ্রামে । এর মাঝে নিজের অজান্তেই নেট ব্যাংকের জালিয়াতির শিকার হলেন ওই ছাত্র।

student | newsfront.co
প্রতারিত ছাত্র। নিজস্ব চিত্র

গত বুধবার সকালে হঠাৎই তার অজান্তে নিজের ফোন পে অ‍্যাকাউন্ট থেকে প্রায় ৫১,০০০ টাকা তুলে নেয় প্রতারকরা বলে অভিযোগ। এরপরই জেলা সাইবার সেলের দ্বারস্থ হন ওই প্রতারিত ছাত্র।

আরও পড়ুনঃ গরবেতা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দোকানে চুরি

ছাত্রের দাবি, বুধবার সকাল দশটা নাগাদ হঠাৎ তার মোবাইলে একটি ফোন আসে। এরপর ওই ফোন থেকে তাকে দ্রুত তার ফোন পে’ র রিয়ার্স গ্রহণ করার জন্য দাবি করা হয়। তারপর ওই ছাত্র রিয়ার্স গ্রহণ করতে বারবার অস্বীকার করলে, তাকে ওই ফোন থেকে রিয়ার্স গ্রহণের জন্য চাপ দেওয়া হয়।

এরপর সেইমতো রিয়ার্স গ্রহণ করে ওই ছাত্র। আর তার কয়েক মিনিটের মধ্যেই নিজের অ্যাকাউন্ট থেকে প্রায় ৫১০০০ টাকা তুলে নেয় প্রতারকরা।

জানা গেছে, ছাত্রের ওই ফোন পে অ্যাকাউন্টের সঙ্গে নিজের এসবিআই ব্যাংকের একটি অ্যাকাউন্ট সংযুক্ত করা রয়েছে। আর সেই অ্যাকাউন্টে প্রায় ৫১ হাজার টাকা ছিল বলে জানান ওই ছাত্র।

সেখান থেকেই পুরো টাকা মিনিটের মধ্যে গায়েব করে দেয় প্রতারকরা। এমন পরিস্থিতিতে এখন নেট ব্যাংক নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবারের এই ঘটনা ওই ছাত্র নিজের পরিবার পরিজনদের জানান। পরিবারের কথা মত ওই ছাত্র প্রথমে স্থানীয় কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেন।

তবে সম্পূর্ণ বিষয়টি সাইবার সেলের অধীনে থাকায় কোলাঘাট থানার পুলিশ অফিসাররা জেলা সাইবার সেলে গিয়ে অভিযোগ জানানোর পরামর্শ দেন। এরপরই বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার সেলের দফতরে গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র।

তবে এ বিষয়ে প্রতারিত ওই ছাত্র জানান, “ব্যাংকে থাকা আমার পুরো টাকা ওই প্রতারকরা তুলে নিয়েছে। আমি চাই এই ধরনের প্রতারণার ঘটনায় পুলিশ সঠিক ব‍্যবস্থা নিলে তবেই এমন ঘটনা কমবে বা ঠেকানো যাবে”।
ইতিমধ‍্যে ছাত্রের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে জেলা সাইবার সেলের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here