মঙ্গর সমাজের বার্ষিক পুজো অনুষ্ঠিত হল মাদারিহাট বীরপাড়া ব্লকের বন্ধ চা বাগানে

0
63

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

minister | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের বন্ধ বান্ধাপানি চা বাগান ফুটবল ময়দানে অখিল ভারতীয় মঙ্গর সংঘের উদ্যোগে অনুষ্ঠিত মঙ্গর সমাজের বার্ষিক পুজা উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা, তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দোপাধ্যায়।

dance program | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মান ভাঙল না বৈশাখীর, মিছিলে অনুপস্থিত শোভনও! অস্বস্তিতে বঙ্গ বিজেপি

এদিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মঙ্গর সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া পূজার্চ্চনার পাশাপাশি নৃত্য পরিবেশন করা হয়। তুলে ধরা হয় তাদের ব্যবহৃত পোষাক, বই ইত্যাদি। জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা তার ভাষণে বান্দাপানী এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের প্রযোজনীয় পদক্ষেপ নেবার কথা বলেন।

members | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নেতাজির জন্মলগ্নে শঙ্খধ্বনি-আজান দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

এছাড়া মঙ্গর সমাজ ভবন বানিয়ে দেবারও আশ্বাস দেন। তিনি তার বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার ভাষণে চা বাগান এলাকায় চা সুন্দরি প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় মঙ্গর সংঘের সভাপতি ডঃ জীবন রানা, সাধারণ সম্পাদক অনিল থাপা সহ অন্যান্য অতিথি বৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here