ম্যাচ ফিফটি-ফিফটি বলছেন সঞ্জয়, লড়াই হবে আশা মনোরঞ্জনের

0
138

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

• সঞ্জয় সেন

ব্রিটিশ কোচ রবি ফাউলার মোহনবাগানের প্রথম ম্যাচ দেখেছেন, ফলে কিছুটা সুবিধা হতেই পারে। আধুনিক প্রযুক্তির সুবাদে যে কোন বিদেশি খেলোয়াড়ের সম্পর্কে জানা কঠিন নয়, কিন্তু ইস্টবেঙ্গলের খেলা এখনও হাবাস দেখেননি। তাই ওঁর পক্ষে ইস্টবেঙ্গল সম্পর্কে কিছুই অনুমান করা সম্ভব নয়।

Sanjoy Sen | newsfront.co

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে কেরল ব্লাস্টার্স অনেক সুযোগ পেয়েও গোল করতে পারেনি। ফলে দলে কোথায় খুঁত রয়েছে তা বুঝতে পারবেন হাবাস। ইস্টবেঙ্গল পরে দল গুছিয়েছে বলে ওদের তো হারানোর কিছু নেই। তাই জেজেরা অঘটন ঘটিয়েও ফেলে অবাক হব না। তবে এও ঠিক, ইস্টবেঙ্গল দেরিতে দল গোছালেও ফাউলার নিজে ফক্স, পিলকিংটনদের মত বিদেশি খেলোয়াড়দের নির্বাচন করেছেন। তার একটা ইতিবাচক দিক থাকবে।

আরও পড়ুনঃ শেষ যাত্রাতেও পেলেকে হারালেন

তবে ভারতীয় খেলোয়াড়দের বিষয়ে সম্পূর্ণ না জানাও দুর্বলতা হতে পারে। আশা করছি, সহকারী কোচ রেনেডি সিং সেক্ষেত্রে সাহায্য করেছে ফাউলারকে। সামাদ, রফিক, দেবজিতের মতো বাংলার ফুটবলাররা দলে রয়েছে। কিন্তু কত জন খেলবে তা নিয়ে প্রশ্ন থাকছে। আমার মতে ম্যাচ ফিফটি –ফিফটি

• মনোরঞ্জন ভট্টাচার্য

এটাই লিগে এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। ওরা নতুন দল। কিন্তু কেমন দল, সেটা কেউ জানে না। এই অবস্থায় ওদের বিপক্ষরা ওদের বিরুদ্ধে ম্যাচে নেমে সমস্যায় পড়তে পারে।

Monoranjan Bhattacharya | newsfront.co

এটা এটিকে মোহনবাগানের কাছে মাইনাস পয়েন্ট। তবে হাবাসের হাতে সেট টিম রয়েছে। অন্যদিকে ফাউলার বিদেশী বাছাই করে নিয়েছেন, মনে হয় না যে ম্যাচটা একপেশে হবে, বরঞ্চ লড়াই হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here