নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বঙ্গে প্রবেশ করলো বর্ষা। গত বুধবার আলিপুর আবাহাওয়া দফতর জানিয়েছিল, শুক্রবার ঢুকবে বর্ষা। ঠিক তাই। মিলে গেল আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্রবার সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে একসঙ্গে বর্ষার আগমন ঘটেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে উত্তরবঙ্গের বেশির ভাগ অংশে। এছাড়াও সিকিম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও কলকাতায় ঢুকেছে বর্ষা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও।
আরও পড়ুনঃ পাচার রুখতে পঞ্চায়েত প্রধানদের বিশেষ দায়িত্ব গ্রহণ করতে হবেঃ কলকাতা হাইকোর্ট
সকালের বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা। ক্যামাক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউতে জমেছে জল। বিডন স্ট্রিটেও জমা জলে দুর্ভোগ। জল জমায় শহরে যান চলাচল ব্যহত হচ্ছে। শুক্রবার সকাল থেকে মানিকতলায় ১৪ মিমি, বেলগাছিয়ায় ১০ মিমি, ধাপায় ১১ মিমি, তপসিয়ায় ২২ মিমি, উল্টোডাঙ্গায় ১০ মিমি, পামারবাজারে ২৩ মিমি, ঠনঠনিয়ায় ১২ মিমি, বালিগঞ্জে ২৮ মিমি, মোমিনপুরে ২৬ মিমি, চেতলায় ২৪ মিমি, যোধপুর পার্কে ২৯ মিমি ও কালীঘাটে ২৬ মিমি বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584