নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৬ মাস পর করোনা আবহে সমস্ত সতর্কতা মেনে খুলল সংসদ। ১৮ দিনের জন্য শুরু হল লোকসভার বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। আজ, সোমবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই শুরু হল অধিবেশন। শনি ও রবিবারও বসতে চলেছে সংসদ।
সকল সংসদ সদস্যদের এই বিধি মানার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ, সোমবার অধিবেশন শুরুর আগেই একথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সময়ে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আলাদা-আলাদা সময়ে বসবে বলেও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সকলের উদ্দেশ্যে তিনি আবেদন জানিয়ে বলেন, ‘যব তক দাওয়াই নেহি, তব তক কই ঢিলাই নেহি’।
আরও পড়ুনঃ বাদল অধিবেশনঃ পার্লামেন্ট ক্যান্টিনের মেনু তালিকায় সংখ্যালঘু আমিষ পদ
অধিবেশন শুরুর আগে পূর্ব লাদাখ ও করোনা ইস্যুতে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণ। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সঙ্ঘাত।
আরও পড়ুনঃ গভীর রাতের অন্ধকারে উমর খালিদকে গ্রেফতার
অন্তত ছ’টি অধ্যাদেশ ও ছ’ টি বিল পাশ করানোর চেষ্টায় শাসক দল। অন্য দিকে অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক বাতিল, অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব বাতিল ও জিরো আওয়ারের সময় কমানো-সহ নানা ইস্যুতে সরব হলেন বিরোধীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584