সুদীপ পাল,বর্ধমানঃ
প্রথম থেকে এই কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়ে বিভিন্ন আলোচনা চলেছে। অবশেষে বিজেপি প্রার্থী হয়েছেন সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তাঁকে ‘জামাই মানুষ’ বলে কটাক্ষ করেছিলেন। তবে সে সব বাদ দিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা প্রার্থী অহলুওয়ালিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন জয়ের।
২০১৪ সালে এই লোকসভা আসনে ৪১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয় তৃণমূল। সিপিএম ৩৪ শতাংশ এবং বিজেপি ১৮ শতাংশ ভোট পেয়েছিল। বিজেপি নেতারা মনে করছে এলাকার পাঞ্জাবী মানুষদের ভোট এবার পড়বে বিজেপির ঝুলিতেই। এখানকার মানুষ যদি চান যে এলাকার উন্নয়ন হোক, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, তাহলে তাঁরা বিজেপিকেই ভোট দেবেন বলে মত অহলুওয়ালিয়ার।
আরও পড়ুনঃ গোষ্ঠী দ্বন্দ্বের কাঁটা নিয়েই পুজো দিয়ে প্রচার শুরু মমতাজ সংঘমিতার
ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে এসে বুঝেছিলেন, এই এলাকার উন্নয়নের জন্য এক জন ‘টাস্ক মাস্টার’ পাঠাতে হবে। সে জন্যই তাঁকে এই কেন্দ্রে পাঠিয়েছেন বলে দাবি তাঁর। দেওয়াল লিখন অনেক আগেই হয়েগিয়েছিল। তাতে ফাঁকা ছিল প্রার্থীর নাম। এমন এভিওয়েট প্রার্থীকে পেয়ে চাঙ্গা বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা বলেছিলেন, উনি জামাই মানুষ। আসবেন, খাবেন, চলে যাবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584