নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পেরিয়ে গিয়েছে মাসের ৮ তারিখ কিন্তু এখনো মেলেনি বেতন ও পেনশনের টাকা। এবার তা নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শরণাপন্ন বিশ্বভারতীর শিক্ষক সংগঠন ভিবিইউএফএ। অভিযোগ, মাসের ৮ তারিখ হলেও এখনও কেন বেতন ও পেনশন হয়নি, এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দেয়নি।
বেতন না পাওয়া এবং আরো কয়েকটি আর্থিক বিষয় সংক্রান্ত অভিযোগ তুলে ধরে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ই-মেল করেছে ভিবিইউএফএ। ই-মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে বিশ্বভারতীর পরিদর্শক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিশ্বভারতীর রেক্টর রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সহ আরও বেশকিছু সংশ্লিষ্ট স্থানে।
সংগঠন আশা করছে কেন্দ্রীয় হস্তক্ষেপে হতে পারে সমস্যার সমাধান। অন্যদিকে কেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হলো এই ‘অপরাধে’ ভিবিইউএফএ-র দুই শিক্ষককে ইতিমধ্যেই বিশ্বভারতীর তরফে নোটিস দিয়ে জানতে চাওয়া হয়েছে যে কেন এই ইমেল পাঠিয়েছে শিক্ষক সংগঠন।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে ইমেল করে সংগঠন জানিয়েছে বিশ্বভারতীর সমস্ত বর্তমান এবং প্রাক্তন কর্মী ও শিক্ষকদের জুন মাসের বেতন বা পেনশন স্বাভাবিক ভবে ৩০ জুনের মধ্যে হওয়ার কথা। কিন্তু ৮ জুলাই পর্যন্ত তা এসে পৌঁছায়নি। শুধু তাই নয়, এই বিষয়ে বিশ্বভারতীর পক্ষ থেকে কারণ জানিয়ে কোন বিজ্ঞপ্তিও জারি করা হয়নি।
আরও পড়ুনঃ নেই একজনও বাম বিধায়ক, ২১-এর বিধানসভায় জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালন তৃণমূলের
‘বিশ্বভারতী পেনশনার অ্যাসোসিয়েশন’-এর তরফ থেকেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এই ঘটনায় সংগঠন দায়ী করেছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো এবং অ্যাকাউন্টস অফিসারকে। প্রোমোশন পাওয়া শিক্ষকদের পাওনা বকেয়া অর্থও মেটায়নি বিশ্বভারতী। এই সব অভিযোগই ইমেলে জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ বিজেমূল স্লোগানেই কি ভরাডুবি! সোশ্যাল মিডিয়ায় ফের ঐতিহাসিক ভুল স্বীকার সূর্যকান্তের
ভিবিইউএফএ-র বক্তব্য, বেতন বা পেনশন পাওয়া সংবিধানের ২১ নং ধারা অনুযায়ী মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ কোন কথাই শুনতে রাজি নন। তাই বাধ্য হয়েই তাঁরা উচ্চতর কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছেন। তবে বেতন পেতে এত দেরি কেন সেই বিষয়ে বিশ্বভারতীর তরফে কোনও উত্তর পাওয়া যায়নি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584