নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কোভিড ভ্যাকসিন ঘিরে ফের শুরু হল বিতর্ক। গোটা দেশে সম্প্রতি শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে মৃত্যু হল এক যুবকের। করোনার টিকা নেওয়ার পরই মৃত্যু হল ৪৬ বছর বয়সী এক সরকারী হাসপাতালের ওয়ার্ড কর্মীর। ঘটনাটি ঘটেছে মোরাদাবাদে। কোভিড ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহিপাল সিং। ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মৃতের ছেলে বিশাল সিং দাবি করেছেন, ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে আসার পর থেকেই শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে তাঁর বাবা। নিউমোনিয়া থাকলেও তা গুরুতর কিছু ছিল না। যদিও ভ্যাকসিন যোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন কর্মহীন যুবকের
মোরাদাবাদের হাসপাতালের চিফ মেডিকেল অফিসার এম জি গর্গ জানান যে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনও যোগ নেই। তিনি এও জানান, শনিবার হাসপাতালের ওয়ার্ড বয় মহিপালকে টিকা দেওয়া হয়। এরপরই তিনি শ্বাসকষ্টজনিত সমস্যা ও বুকের ব্যথার কথা বলেছিলেন। তারপরই মৃত্যু হয় ওই যুবকের।
আরও পড়ুনঃ মধ্যযুগীয় ভারতে ফিরে এসেছে সকলেঃ কপিল সিব্বল
ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে সেপটিসেমিক শক-এর কারণে হৃদপেশি এবং ফুসফুস বন্ধ হয়ে এই মৃত্যু হয়েছে। হার্টের ডান নিলয়ে ফ্যাটের আধিক্য রয়েছে। এমনকী ফুসফুসে পুঁজ হয়ে যাওয়ার চিহ্ন পাওয়া যায়। মহাধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ায় হৃদপিন্ড থেকে রক্ত সঞ্চালন ব্যহত হয়। যদিও হিস্টোপ্যাথোলজিকাল পরীক্ষার জন্য এই সব নমুনা নেওয়া হয়েছে দেহ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584