শ্যামল রায়,বর্ধমানঃকেন্দ্রিয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছের অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা কেন্দ্র।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে এই ক্যান্সার চিকিৎসা কেন্দ্র টির গড়ে উঠবে।
মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডা জানিয়েছেন যে এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প।
দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে যে ক্যান্সারে আক্রান্ত ও বহুরূপী এই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান তাই দরকার রয়েছে এই হাসপাতালের একটি চিকিৎসা কেন্দ্রের।
জানা গিয়েছে যে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে সময় লাগবে 5 বছর পর্যন্ত।
তবে খরচটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকারের 30 কোটি টাকা ইতিমধ্যেই এসে গেছে।
8 তলা বিল্ডিং তৈরি হবে। পুরো বিল্ডিংটি থাকবে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বছরে 10 হাজার রোগীর চিকিৎসা হয় এই সংখ্যা বেড়ে 15 থেকে 19 হাজার ক্যান্সারের রোগীর চিকিৎসার ব্যবস্থা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ।
বছরে 10 হাজার ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা হয়ে আসছে কিন্তু এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে।
আরও জানা গিয়েছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগে একটি মেশিন এই সাত থেকে আটটি জেলার রোগীদের চাপ রয়েছে তার যে রোগীদের 23 মাস অন্তর তারিখ দিতে হয় এর ফলে রোগী দিয়ে নানান ধরনের সমস্যা হয় এই অত্যাধুনিক ক্যান্সার কেন্দ্রটি চালু হলে রোগীদের হয়রানি বন্ধ হবে চিকিৎসা পেয়ে অনেক রোগী সুস্থ হয়ে উঠবেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584