সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও বাস

0
60

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এখনও বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়ার বিষয়ে চূড়ান্ত হয়নি। তাই লোকসানের ভয়ে রাস্তায় নামছে কম সংখ্যক বেসরকারি বাস। আর সেই কারণেই যাত্রী হয়রানি সামাল দিতে সোমবার থেকে কলকাতার রাস্তায় নামছে আরও ৪০০ বাস নামার কথা ট্যুইটে ঘোষণা করল স্বরাষ্ট্র দফতর। জানানো হয়েছে, ২০০ বাস চালাবে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থা, ২০০ বাস চালাবে বেসরকারি সংস্থা। ৫০ শতাংশ বাস এসি ব্যবস্থা সহ চলবে।

Bus service | newsfront.co
প্রতীকী চিত্র

প্রসঙ্গত, বাসে যতগুলি সিট ততজন যাত্রী তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একদিকে রাস্তায় বাস না পেয়ে যেমন গাদাগাদি করে বাসে উঠতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা, তেমনই লোকসানের ভয়ে বাস কন্ডাক্টররাও লোক তুলতে বাধ্য হচ্ছেন। তাই কোথাও দেখা যাচ্ছে বাসের জন্য বিশাল লম্বা লাইন, আবার কোথাও দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়।

যেমন কামালগাজিতেও বাসের লাইনে কোনও হেরফের হয়নি। রাসবিহারী মোড়েও যাত্রী হয়রানির ছবি উঠে এসেছে। বাস আসতেই তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা, অনেক বাসে দাঁড়িয়েই যেতে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুনঃ অভিভাবক বিক্ষোভে ফি-বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত শহরের দুই স্কুলে

সংক্রমণ এড়াতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা নয়। কিন্তু পরিস্থিতির খাতিরে বেসরকারি বাসেই ধরা পড়ছে অনিয়ম। তবে সোমবার ৪০০ অতিরিক্ত বাস রাস্তায় নামলে সমস্যার খানিক সুরাহা হবে বলেই মনে করছেন যাত্রীরা। জানানো হয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বাসগুলি নামানো হচ্ছে। বেহালা, গড়িয়া, বারাসত, ব্যারাকপুর, সাঁতরাগাছি, জোকা, নৈহাটি, শ্রীরামপুর, হাবরা, টালিগঞ্জ, বিবাদী বাগ, এসপ্ল্যানেড, সল্টলেক সেক্টর ফাইভের মতো একাধিক জায়গায় এই বাসগুলি চলাচল করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here