শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব শহরতলিতে হাসপাতাল ও নার্সিং হোম বেশি থাকার কারণে সেখানে করোনা সংক্রমণ বেশি হচ্ছে। বৃহস্পতিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই জানালেন কলকাতার নোডাল অফিসার তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতা পুরসভায় পুর কমিশনার, পুর প্রশাসক ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, বরো কো অর্ডিনেটর এবং ওয়ার্ড কো অর্ডিনেটর দের সাথে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন আলাপন বাবু। সেখানেই তিনি এই মন্তব্য প্রকাশ করেন।
কিন্তু হাসপাতাল যেখানে করোনা সংক্রমণ প্রতিরোধে লড়াই করছে, সেখানে হাসপাতাল থেকেই কিভাবে পড়না সংক্রমণ ছড়াচ্ছে? আলাপন বাবুর দাবি, বিভিন্ন ক্ষেত্রে সমীক্ষার পর দেখা গিয়েছে, এখন উত্তর কলকাতার তুলনায় দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ পূর্ব কলকাতায় সংক্রমণ ছড়িয়েছে বেশি হারে।
আরও পড়ুনঃ প্রেসিডেন্সির মৃত ছাত্রীর পরিবারকে ৬৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ গ্রিন ট্রাইবুনালের
এর কারণ জানতে চাইলে আলাপন বাবু জানান, “দক্ষিণ-পূর্ব শহরতলিতে বাইপাসের ধারে সংক্রমণ বৃদ্ধির একটি বড় কারণ হলো সেখানে হাসপাতালের আধিক্য। মুকুন্দপুর, অজয় নগর এলাকায় বাইপাসের ধারে অনেক হাসপাতাল রয়েছে সেই কারণে সেখানে রোগী, তাদের পরিজন, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তারক্ষী এদের অনেকেই সংক্রমিত হচ্ছেন।”
আরও পড়ুনঃ সাগরদত্ত-মেডিক্যাল কলেজ পরিদর্শনে আজ রাজ্যে আইসিএমআরের দল
এদিনের বৈঠকের কলকাতা পুলিশ ও ওয়ার্ড কো-অর্ডিনেটরদের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টিকে জোরালো করতে নির্দেশ দেন আলাপনবাবু। প্রশাসনের তরফে সমন্বয় সাধন করতে যাতে কোনরকম ফাঁক না থাকে, সেই বিষয়টি নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হয়। কোথাও কোনও করোনা রোগীর মৃত্যু হলে তার দেহ যাতে ঘন্টার পর ঘন্টা পড়ে না থাকে, তার জন্য কো-অর্ডিনেটরদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584