শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মানুষের অবস্থা যেন এখন জলে কুমির ডাঙ্গায় বাঘ। একদিকে মাস্ক না পরে বের হলে থাকছে ভাইরাসের সংক্রমণের ভয়, তেমনই অন্যদিকে মাস্ক পরে বেরোলে মু়খ বুঝতে না পেরে তাড়া করে কামড় দিচ্ছে কুকুর। আর এই অবস্থায় কি করবেন ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে।
বস্তুত আগের তুলনায় রাস্তায় অনেকটাই কমে গিয়েছে সাধারণ মানুষের যাতায়াত। ফলে আগের তুলনায় রাস্তায় খাবারও কম পাচ্ছে কুকর। ফলে খেতে না পেয়ে বিগড়ে থাকছে তাদের মেজাজও। এই পরিস্থিতিতে মানুষ মাস্ক পড়ে বেরোলে তারা মনে করছে, কোনও অপরাধী চলাফেরা করছে। সেই কারণেই তারা তাড়া করে দিচ্ছে কামড়। মানুষের এই নতুন রূপের সঙ্গে তারা যে পরিচিত নয়!
আরও পড়ুনঃ করোনা সন্দেহে ভর্তি রোগীর মৃত্যুর পর লালারস পরীক্ষা নয়, সিদ্ধান্ত এনআরএসের
শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের সুপার সৌমাভ দত্ত জানিয়েছেন, রাস্তার কুকুরগুলি নিয়মিত খেতে পাচ্ছে না। অভুক্ত কুকুর স্বাভাবিকভাবেই খেপে রয়েছে। সেখান থেকেও একটা কামড়ে দেওয়ার প্রবণতা জন্ম নিতে পারে। এই সময়েও রাত করে যাঁদের বাড়ি ফিরতে হচ্ছে, কুকুরের অত্যাচারে বিপদে পড়ছেন তাঁরাই। আর কুকুর যতদিন না এই বিষয়ের সঙ্গে স্বাভাবিকপ্রবণ হচ্ছে, ততদিন বিপদের সম্ভাবনা থাকছেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584