শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
রুশ হামলা শুরুর পর তিনদিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে দেশটির ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা। শনিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
টুইটে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানায়, চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে যেতে পারে।
More than 150,000 Ukrainian refugees have now crossed into neighbouring countries, half of them to Poland, and many to Hungary, Moldova, Romania and beyond.
Displacement in Ukraine is also growing but the military situation makes it difficult to estimate numbers and provide aid.
— Filippo Grandi (@FilippoGrandi) February 26, 2022
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। শনিবার রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেন। সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে তাঁদের তুমুল লড়াই চলছে। এদিকে কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত, ভেটো প্রয়োগ রাশিয়ার
কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে সে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584