তিনদিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা

0
83

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

রুশ হামলা শুরুর পর তিনদিনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে দেশটির ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দা। শনিবার টুইটারে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

People fled Ukraine
ছবিঃ রয়টার্স

টুইটে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো জানায়, চলমান পরিস্থিতির কারণে ইউক্রেনের ৫০ লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে যেতে পারে।

গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। শনিবার রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেন। সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে তাঁদের তুমুল লড়াই চলছে। এদিকে কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর রাশিয়ার সেনারা দখলে নিয়েছেন বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত, ভেটো প্রয়োগ রাশিয়ার

কিয়েভের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছিল রুশ সেনাবাহিনী। তবে সে হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার সাড়ে তিন হাজার সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here