নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাংলায় দ্বিতীয় দফায় এসে পৌঁছল ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড। কেন্দ্র সরবরাহ করেনি এই ভ্যাকসিন, পুণের সিরাম ইনস্টিটিউট থেকে রাজ্য কিনেছে সরাসরিই । আজ সকাল ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ায় করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাল এই ভ্যাকসিন।
রাজ্যে ৪৫ উর্ধ্বদের পাশাপাশি শুরু হয়েছে ১৮-৪৪ বছরের টিকা দেওয়ার কর্মসূচিও। কোভিশিল্ড এসে পৌঁছনোয় টিকাকরণের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি বন্ধের নির্দেশ আইসিএমআর- এর
উল্লেখ্য, দেশে নতুন রেকর্ড গড়ল দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। বাড়ল দৈনিক সংক্রমণও, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন।
অপরদিকে গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্ত ১৯ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১৪৫ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584