দ্বিতীয় দফায় রাজ্যে এসে পৌঁছল ২ লক্ষেরও বেশি কোভিশিল্ড

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বাংলায় দ্বিতীয় দফায় এসে পৌঁছল ২ লক্ষ ১২ হাজার ৪৬০ কোভিশিল্ড। কেন্দ্র সরবরাহ করেনি এই ভ্যাকসিন, পুণের সিরাম ইনস্টিটিউট থেকে রাজ্য কিনেছে সরাসরিই । আজ সকাল ৯টা নাগাদ এয়ার ইন্ডিয়ায় করে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাল এই ভ্যাকসিন।

covid19 vaccine | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যে ৪৫ উর্ধ্বদের পাশাপাশি শুরু হয়েছে ১৮-৪৪ বছরের টিকা দেওয়ার কর্মসূচিও। কোভিশিল্ড এসে পৌঁছনোয় টিকাকরণের গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি বন্ধের নির্দেশ আইসিএমআর- এর

উল্লেখ্য, দেশে নতুন রেকর্ড গড়ল দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫২৯ জনের। বাড়ল দৈনিক সংক্রমণও, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন।

অপরদিকে গতকাল রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্ত ১৯ হাজারের বেশি এবং মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here