বি-৫২ বোমারু বিমান হামলায় মৃত তালিবানের প্রায় ২০০ জঙ্গী

0
71

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

উত্তপ্ত আফগানিস্তান। একের পর এক এলাকায় দখলদারিও বাড়াতে শুরু করেছে তালিবানি সন্ত্রাসবাদীরা। বারবার প্রতিশোধ নেওয়ার কথা বলে হামলা করে তালিবানি হামলা হয়ে চলেছে সে দেশের বিভিন্ন প্রদেশে। এই হামলা থেকে রেহাই পাচ্ছে না মন্ত্রী থেকে সরকারি আধিকারিক, আমজনতা থেকে শিশু কেউই।

Taliban terrorist
সৌজন্যেঃ এনডিটিভি

এবার মার্কিন বাহিনীর প্রত্যাঘাতে নিকেশ হল বহু তালিবান জেহাদি। তাদের গোপন ডেরায় অভিযান চালিয়ে অন্তত ২০০  সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। টুইটে আফগান প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক ফাওয়াদ আমন জানিয়েছেন, ‘শেবারগান শহরে বিমান বাহিনীর অভিযানে ২০০-র বেশি তালিবানি সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।’

শনিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ জাওঝান প্রদেশের শেবারগান শহরে বিমানহানা চালায় মার্কিন সেনা। সেই সময় ওই শহরে প্রায় শ’দুয়েক তালিবান জঙ্গি একত্রিত হয়েছিল। ঠিক তখনই বি-৫২ বোমারু বিমান হামলা চালায় বিমান বাহিনী। এই অভিযানেই প্রায় ২০০ জন তালিবানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রক। তবে শুধু জঙ্গি নিধন নয়, শনিবার সন্ধের ওই অভিযানে প্রচুর পরিমাণ অস্ত্র, অন্তত শতাধিক গাড়িও ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুনঃ ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ সিপিআইএম-এর

উল্লেখ্য, আফগানিস্তানের ৮৫ শতাংশই কার্যত চলে গিয়েছে তালিবানদের দখলে। এবার প্রাদেশিক রাজধানী শহরগুলি প্রধান লক্ষ্য সন্ত্রাসবাদীদের। প্রথম ধাপে নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করেছে তারা। শনিবারই আফগানিস্তানের অন্যতম প্রদেশ জাওঝানের শেবারগান শহর দখল করে নেয় তালিবান। সে শহরের ডেপুটি গর্ভনর টুইট করে সে কথা জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দল! নিজের দলের প্রধানের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা হুমায়ুন কবিরের

তারপরই পালটা বিমানহানা চালান মার্কিন বাহিনী। যার জেরে শুধুমাত্র তালিবানের লোকবল নয়, অস্ত্রভাণ্ডারও নষ্ট করা গিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া, বিগত কয়েকদিন ধরেই তালিবানিদের হাত থেকে কাবুল, হেরাট, কান্দাহার শহর বাঁচানোর চেষ্টায় প্রাণপণে লড়াই চালাচ্ছে আফগান সেনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here